আজকাল ওয়েবডেস্ক: যদিও এসআইপি এবং শেয়ার বাজারের বিনিয়োগ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে, তবুও অনেক রক্ষণশীল বিনিয়োগকারী, যারা নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্ন পছন্দ করেন, তাঁরা ফিক্সড ডিপোজিটকে (এফডি) সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ বিকল্পগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করেন। এই বিনিয়োগকারীদের মধ্যে, বিশেষ করে যাঁরা অস্থিরতার চেয়ে স্থিতিশীলতা খোঁজেন, তাঁদের কাছে এফডি এখনও পছন্দের একটি বিকল্প।
এসবিআই থেকে শুরু করে এইচডিএফসি ব্যাঙ্ক- ভারতের বেশ কয়েকটি প্রধান ঋণদাতা বিভিন্ন মেয়াদের জন্য তাঁদের ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। এই সংশোধন কেন্দ্রীয় ব্যাঙ্কের রেপো রেট কমানোর জেরে হয়েছে। রেপো রেট কমায় দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলো ঋণের হার সস্তা করেছে।
তাহলে এবার জেনে নেওয়া যাক কোন ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দিচ্ছে-
কোন ব্যাঙ্ক এফডিতে সর্বোচ্চ সুদ দিচ্ছে?
এসবিআই:
এসবিআই এক বছর থেকে দু'বছরের কম মেয়াদের এফডিতে ৬.২৫ শতাংশ সুদ দিচ্ছে। দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদের এফডি'তে ৬.৪০ শতাংশ রিটার্ন মেলে। প্রবীণ নাগরিকদের জন্য, এসবিআই এক থেকে দুই বছরের এফডিতে ৬.৭৫ শতাংশ এবং দুই থেকে তিন বছরের কম মেয়াদের এফডিতে ৬.৯০ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে।
এইচডিএফসি:
এইচডিএফসি ১ বছর থেকে ১৫ মাসের মেয়াদের এফডিতে ৬.২৫ শতাংশ এবং ১৫ মাস থেকে ১৮ মাসের কম মেয়াদের এফডিতে ৬.৩৫ শতাংশ সুদ দিচ্ছে। দুই বছরের জন্য সুদের হার ৬.৪৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা এক বছরের মেয়াদের এফডি'তে ৬.৭৫ শতাংশ সপদে পেয়ে থাকেন। তাদের জন্য দুই বছরের জন্য ৬.৯৫ শতাংশ সুদ দেওয়া হয়।
অ্যাক্সিস ব্যাঙ্ক
এই বেসরকারি ব্যাঙ্কটি এক বছরের জন্য ৬.২৫ শতাংশ এবং দুই বছরের এফডির জন্য ৬.৪৫ শতাংশ সুদ দার্য করেছে। প্রবীণ নাগরিকদের জন্য, এক বছরের এফডিতে সুদের হার ৬.৭৫ শতাংশ। প্রবীণদের জন্য দুই বছরের এফডিতে ৬.৯৫ শতাংশ সুদ দেওয়া হয়।
কানাড়া ব্য়াঙ্ক:
কানাড়া ব্যাঙ্ক এক বছর থেকে ১৫ মাসের মেয়াদী এফডিতে ৫.৯ শতাংশ বার্ষিক সুদ দেয়। একই সময়ে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৪০ শতাংশ।
আইসিআইসিআই ব্যাঙ্ক:
এক বছর থেকে ১৮ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৬.২৫ শতাংশ এবং দুই বছর এক দিন থেকে পাঁচ বছরের জন্য সুদের হার ৬.৬ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য, এক বছর থেকে ১৮ মাসের কম মেয়াদের জন্য সুদের হার ৬.৭৫ শতাংশ এবং দুই বছর এক দিন থেকে পাঁচ বছরের জন্য বার্ষিক সুদের হার ৭.২ শতাংশ।
অ্যাক্সিস ব্যাঙ্ক:
এক বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৬.২৫ শতাংশ এবং দুই বছরের জন্য ৬.৪৫ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকদের জন্য, ব্যাঙ্কটি এক বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৭৫ শতাংশ এবং দুই বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৯৫ শতাংশ সুদ দেয়।
ব্যাঙ্ক অফ বরোদা:
এই সরকারি ব্যাঙ্কে এক বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৬.২৫ শতাংশ এবং দুই বছরের বেশি থেকে তিন বছর পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ৬.৫০ শতাংশ। প্রবীণ নাগরিকরা এই সময়কালের জন্য যথাক্রমে ৬.৭৫ শতাংশ এবং ৭ শতাংশ সুদ পান।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক:
৩৬৫ দিন থেকে ৩৮৯ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৬.২৫ শতাংশ সুদ। একই সময়ের জন্য প্রবীণ নাগরিকরা ৬.৭৫ শতাংশ সুদ পান। দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য সুদের হার ৬.৪ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯০ শতাংশ।
