আজকাল ওয়েবডেস্ক: টাটা গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের অবসান আরও স্পষ্ট হল মেহলি মিস্ত্রির ক্ষেত্রে। সম্প্রতি টাটা ট্রাস্টসের প্রভাবশালী বোর্ড থেকে বাদ পড়ার পর এবার মুম্বইয়ের খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (NCPA)-এর গভর্নিং কাউন্সিল থেকেও সরে দাঁড়ালেন মেহলি মিস্ত্রি। ফলে অল্প সময়ের মধ্যেই টাটা-সংযুক্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর অধ্যায়ের সমাপ্তি ঘটল।


NCPA কাউন্সিলে মেহলি মিস্ত্রির জায়গায় নিয়োগ পেয়েছেন বিজয় সিং। তিনি টাটা ট্রাস্টসের একজন ট্রাস্টি এবং বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের সূত্রে এই তথ্য প্রকাশ্যে এসেছে। মেহলি মিস্ত্রি NCPA কাউন্সিলে ছিলেন স্যার দোরাবজি টাটা ট্রাস্টের মনোনীত প্রতিনিধি হিসেবে। তাঁর সঙ্গে একই কাউন্সিলে টাটা ট্রাস্টসের পক্ষ থেকে ছিলেন জেহাঙ্গির এইচ জেহাঙ্গির ও প্রমিত ঝাভেরির মতো সদস্যরা।


NCPA থেকে মিস্ত্রির প্রস্থান টাটা ট্রাস্টস থেকে তাঁর সরে যাওয়ার পরপরই ঘটে যাওয়ায় বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য এটি আরেকটি বড় প্রাতিষ্ঠানিক অবস্থান হারানোর ঘটনা। বর্তমানে NCPA কাউন্সিলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান ও সদস্য-ইন-চার্জ কে. এন. সান্টুক, ভাইস চেয়ারম্যান নোয়েল টাটা, ব্রিন্দা কাহতাউ এবং মহারাষ্ট্র রাজ্য সরকারের মনোনীত একাধিক প্রতিনিধি।


ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে, তৎকালীন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান জে আর ডি টাটার উদ্যোগে। টাটা ট্রাস্টস ও শিল্পকলার বিশিষ্ট পৃষ্ঠপোষকদের সহায়তায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। বিশ্বমানের একটি পারফর্মিং আর্টস কমপ্লেক্স হিসেবে কল্পিত এই কেন্দ্র আজ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।


বর্তমান নেতৃত্বের একাংশের সঙ্গে মতবিরোধের জেরে মেহলি মিস্ত্রিকে টাটা ট্রাস্টসের ট্রাস্টি পদ থেকে সরানো হয়। তাঁর পুনর্নিয়োগ নোয়েল টাটা, বিজয় সিং ও ভেনু শ্রীনিবাসনের মতো একদল ট্রাস্টির বিরোধিতার মুখে পড়ে। শেষ পর্যন্ত এই পরিস্থিতিতে মিস্ত্রি ট্রাস্টস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।


টাটা ট্রাস্টস যৌথভাবে টাটা সন্সের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক এবং ভারতের বৃহত্তম কর্পোরেট গোষ্ঠীর শাসনব্যবস্থায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহলি মিস্ত্রির বিদায় তাই বিশেষ নজর কেড়েছে, কারণ তিনি দীর্ঘদিন ট্রাস্টসের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রয়াত রতন টাটার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।


টাটা ট্রাস্টস থেকে সরে যাওয়ার পর মিস্ত্রি স্মল অ্যানিমাল হসপিটাল ট্রাস্টের বোর্ড থেকেও ইস্তফা দেন। এই দাতব্য প্রতিষ্ঠানটি রতন টাটার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, যার লক্ষ্য উন্নত পশুচিকিৎসা পরিষেবা প্রদান। ইস্তফাপত্রে মিস্ত্রি জানান, টাটা ট্রাস্টসের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক না থাকায় ওই পদে থাকা তাঁর পক্ষে সমীচীন নয়।


এভাবে অল্প সময়ের মধ্যে NCPA, টাটা ট্রাস্টস ও স্মল অ্যানিমাল হসপিটাল ট্রাস্ট—এই তিনটি উচ্চপ্রোফাইল টাটা-সংযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার মাধ্যমে মেহলি মিস্ত্রির দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। কয়েক দশক ধরে তিনি রতন টাটার বিশ্বস্ত সহযোগী হিসেবে টাটা ইকোসিস্টেমের নানা দাতব্য ও প্রাতিষ্ঠানিক ভূমিকার সঙ্গে যুক্ত ছিলেন। রতন টাটার প্রয়াণের পর ট্রাস্টসের শাসন কাঠামোতে দ্রুত পরিবর্তন আসে এবং নোয়েল টাটার চেয়ারম্যান হওয়ার পরই মিস্ত্রির পুনর্নিয়োগ না হওয়ার সিদ্ধান্তটি সামনে আসে। সর্বশেষ এই ঘটনাপ্রবাহ টাটা গোষ্ঠী-ঘনিষ্ঠ বহু প্রভাবশালী প্রতিষ্ঠানের সঙ্গে মেহলি মিস্ত্রির সম্পর্কের এক দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে দিল।