আজকাল ওয়েবডেস্ক: যদি নিজের টাকা সঠিকভাবে গড়ে তুলতে চান তাহলে আপনার কাছে সেরা অপশন হতে পারে এসআইপি। যদি সঠিক হিসেব করে চলতে পারেন তাহলে সেখান থেকে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ রুখতে পারবে না।
প্রথমে আপনাকে টার্গেট করপাস করতে হবে ১১ কোটি টাকার। সেখানে প্রতি মাসে আপনাকে বিনিয়োগ করতে হবে ২০ হাজার টাকা। বছরে সুদ পাবেন ১২ শতাংশ করে।
যদি আপনি ২০ হাজার টাকা ১০ বছর ধরে বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনার মোট বিনিয়োগ হবে ২৪ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ২০ লাখ ৮০ হাজার ৭১৮ টাকা। মোট করপাস হবে ৪৪ লাখ ৮০ হাজার ৭১৮ টাকা।

যদি আপনি ২০ হাজার টাকা ২০ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে আপনার মোট বিনিয়োগ হবে ৪৮ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ১ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ১৪৭ টাকা। মোট করপাস হবে ১ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ১৪৭ টাকা।
যদি আপনি ২০ হাজার টাকা ৩০ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে আপনার মোট বিনিয়োগ হবে ৭২ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৫ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৪৬৪ টাকা। মোট করপাস হবে ৬ কোটি ১৬ লাখ ১৯ হাজার ৪৬৪ টাকা।
যদি আপনি ২০ হাজার টাকা ৩৫ বছর ধরে বিনিয়োগ করেন তাহলে সেখানে মোট বিনিয়োগ করা হবে ৮৪ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ১০ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬২৩ টাকা। মোট করপাস হবে ১১ কোটি ২ লাখ ১৬ হাজার ৬২৩ টাকা।
মাসে ২০ হাজার টাকা বিনিয়োগ করলে ৩৫ বছরে আপনি ৭ কোটি টাকা পেতে পারেন। তবে আপনাকে টানা বিনিয়োগ করে যেতে হবে।

এসআইপি (SIP) হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটি পদ্ধতি। এখানে, একজন বিনিয়োগকারী একটি নির্দিষ্ট সময় অন্তর (যেমন মাসিক) একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অল্প অল্প করে বিনিয়োগ করার একটি সুশৃঙ্খল উপায়, যা দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে পারে।
নিয়মিত বিনিয়োগ: এসআইপি-র মাধ্যমে নিয়মিতভাবে অল্প অল্প করে বিনিয়োগ করা যায়, যা একটি বড় অঙ্কের অর্থ একবারে বিনিয়োগ করার চেয়ে সহজ এবং কম ঝুঁকিপূর্ণ।
বাজারের ওঠানামার সুবিধা: এসআইপি বিনিয়োগকারীরা বাজারের ওঠানামার সুবিধা নিতে পারেন। যখন বাজার কম থাকে, তখন বেশি ইউনিট কেনা যায়, এবং যখন বাজার বেশি থাকে, তখন কম ইউনিট কেনা যায়।
আরও পড়ুন: বিজ্ঞানীদের হাতে এল প্লাস্টিকের যম, কাজে লাগালেই মিলবে দূষণ থেকে মুক্তি
দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি: নিয়মিত এসআইপি বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে একটি ভালো সম্পদ তৈরি করা যেতে পারে।
সহজ এবং সুবিধাজনক: এসআইপি-তে বিনিয়োগ করা খুবই সহজ এবং সুবিধাজনক। বিভিন্ন মিউচুয়াল ফান্ড সংস্থা অনলাইনে বা অফলাইনে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করার সুযোগ দেয়।
একটি এসআইপি শুরু করার জন্য, একজন বিনিয়োগকারীকে প্রথমে একটি মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন করতে হবে, এবং তারপর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ (যেমন মাসিক ১০০০ টাকা) বিনিয়োগ করার জন্য একটি এসআইপি শুরু করতে হবে। বিনিয়োগের পরিমাণ এবং সময়কাল একজন বিনিয়োগকারীর আর্থিক লক্ষ্য এবং ঝুঁকির প্রবণতার উপর নির্ভর করে।
