আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শেষে খানিকটা হলেও মুখে হাসি বাজারের। শুক্রবার এর প্রধান কারণ ছিল আইটি সেক্টরের বিনিয়োগের মাত্রা। এদিন সেনসেক্স ১৯৩ পয়েন্ট ওপরের দিকে শেষ নয়। দিনের শেষে সেনসেক্স ছিল ৮৩ হাজার ৪৩২.৮৯ পয়েন্ট। অন্যদিকে নিফটি ফিফটি বন্ধ হয় ২৫ হাজার ৪৬১ পয়েন্টে। সেখানেও যোগ হয় ৫৫.৭০ পয়েন্ট।
শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন ভারত-মার্কিন সম্পর্কের দিকেই তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। ফলে সেখানে খানিকটা হলেও ঝুঁকি থাকছে। তবে সপ্তাহের শেষে আইটি বাজার খানিকটা হলেও চাঙ্গা ছিল। ফলে সেখান থেকে বেশ স্বস্তি ফেরে বাজারের দিকে।
শুক্রবার বাজারের টপ করেছে বাজাজ ফাইনান্স। তারা ১.৬০ শতাংশ ওপরের দিক থেকে শেষ করে। এরপরই ছিল ইনফোসিস। তারা ১.৩৬ শতাংশ ওপরের দিকে শেষ করে। হিন্দুস্থান লিভার প্রতিষ্ঠান শেষ করে ১.১৯ শতাংশ লাভের দিক থেকে। আইসিআইসিআই ব্যাঙ্ক একলাফে ওপরের দিকে থাকে ১.১৫ শতাংশ। এইচসিএল টেকনোলজি ০.৯২ শতাংশ ওপরের দিক থেকেই সপ্তাহ শেষ করেছে।
তবে উঠতির বাজারে বেশ কয়েকটি শেয়ার নিচের দিকেও ছিল। সেই তালিকায় ছিল ট্রেন্ট। তারা ১১.৯৩ শতাংশ। এরপর ছিল টাটা স্টিল। তারা ১.৭২ শতাংশ নিচের দিকে থাকে। টেক মাহিন্দ্রা নিচের দিকে নামে ১.০৭ শতাংশ। মারুতি সুজুকি নিজের দিকে নামে ০.৮৭ শতাংশ। আদানি পোর্ট নিচের দিকে নামে ০.৪২ শতাংশ।
নিফটি মিডক্যাপের ক্ষেত্রে ০.০১ শতাংশ। নিফটি স্মল ক্যাপ ওপরের দিকে ওঠে ০.০৩ শতাংশ। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস লাভ করে ১.০৫ শতাংশ। নিফটি রিয়েলিটি লাভ করে ০.৯১ শতাংশ। নিফটি ফার্মা লাভ করে ০.৮১ শতাংশ। নিফটি আইটি লাভ করে ০.৮০ শতাংশ। নিফটি হেলথকেয়ার লাভ করে ০.৬৬ শতাংশ। নিফটি মিডিয়া লাভ করে ০.৬৬ শতাংশ। নিফটি ফিনান্সিয়াল সার্ভিস লাভ করে ০.৪২ শতাংশ। নিফটি এফএমসিজি লাভ করে ০.৪০ শতাংশ। নিফটি পিএসইউ লাভ করে ০.৩২ শতাংশ। নিফটি প্রাইভেট ব্যাঙ্ক লাভ করে ০.৩২ শতাংশ। নিফটি কনজিউমার ডুরাবেলস লাভ করে ০.২৮ শতাংশ।
