আজকাল ওয়েবডেস্ক: অবসর এমন একটি জায়গা যেখানে গিয়ে প্রতিটি মানুষ একটি আরামে থাকতে চান। তাই আগে থেকে সকলেরই অবসর নিয়ে ভাবা উচিত। এই নিয়ে বহু ব্যাঙ্কে নানা ধরণের ফিক্সড ডিপোজিট রয়েছে। সেগুলিকে সঠিকভাবে বিচার করেই নিজের অবসর নিয়ে সঠিক সিদ্ধান্ত নিন।

 

ভারতের অন্যতম সেরা ব্যাঙ্ক এসবিআই। তারা সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ একটি ফিক্সড ডিপোজিট করেছে। অনেকেই হয়তো জানেন না কী নাম এই স্কিমের। তাহলে জেনে নিন অমৃত বৃষ্টি স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে। এখানে সময় রয়েছে ৪৪৪ দিন। সেখানে সুদের হার রয়েছে ৭.৭৫ শতাংশ। ১, ৩ এবং ৫ বছর পর্যন্ত এই সুদের হার রয়েছে ৭.৩০ শতাংশ, ৭.২৫ শতাংশ এবং ৭.৫০ শতাংশ।

 

এখানে সিনিয়র সিটিজেনরা ৫ থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। যদি আপনি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সুদ নিয়ে ৪৮ হাজার ৯৩৫ টাকা। যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ৯৭ হাজার ৮৭০ টাকা। যদি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ১ লক্ষ ৪৬ হাজার ৮০৫ টাকা।

 

যদি ৫ লক্ষ টাকা ১ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ৩৭ হাজার ৫১১ টাকা। যদি ১০ লক্ষ টাকা ১ বছরের জন্য করেন তাহলে সুদ পাবেন ৭৫ হাজার ২৩ টাকা। যদি ১৫ লক্ষ টাকা ১ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ১৬ লক্ষ ১২ হাজার ৫৩৪ টাকা।