আজকাল ওয়েবডেস্ক: যদি আপনার কাছে এসবিআই ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনাকে দ্রুত জেনে নিতে হবে এই খবরটি। ১৫ জুলাই থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে বেশ কয়েকটি বড় বদল হতে চলেছে। সেগুলি যদি আপনার না জানা থাকে তাহলে সেখান থেকে আপনি সমস্যায় পড়তে পারেন।


বর্তমানে কার্ড হোল্ডাররা তাদের লেট চার্জের জন্য সামান্য কিছু টাকা দেন। তবে এবার থেকে মিনিমাস অ্যামাউন্ট ডিউের হিসেব খানিকটা হলে বদলে যাবে। সেখানে যুক্ত হবে ১০০ শতাংশ জিএসটি, ইএমআই অ্যামাউন্ট, চার্জ, ফাইনান্স চার্জ এবং ২ শতাংশ ব্যালেন্স।


সোজা ভাষায় বলতে হলে এবার থেকে আপনাকে প্রতি মাসে একটি বড় টাকা দিতে হবে। যদি এই টাকা আপনি না দেন এবং আপনার বকেয়া যদি বাড়তে থাকে তাহলে সেখান থেকে আপনাকে এবার থেকে সুদ দিতে হবে।


আপনার পেমেন্টের দিকটিও খানিকটা করে পরিবর্তন হবে। সেখানে আপনি যে টাকা দেবেন সেখান থেকে জিএসটি দেখা হবে। তারপর সেই হিসেব করে চার্জ বসানো হবে। দরকার হলে সেখানে সুদ বসানো হবে। এই কাজটি আপনার দৈনন্দিন কেনাকেটা এবং নগদ টাকার ওপর প্রভাব ফেলবে।


এর পাশাপাশি গ্রাহকরা এতদিন ধরে একটি ফ্রি এয়ার অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স পেতেন। সেখানে কভারেজ ছিল ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা। এই সুবিধা একেবারে বন্ধ করে দেওয়া হবে। 


যদি আপনার কাছে এসবিআই ক্রেডিট কার্ড থাকে তাহলে সেখানে আপনি দ্রুত সমস্ত বিষয়গুলি সম্পর্কে জেনে নিন। যদি আপনি এই সমস্ত দিক না জেনে থাকেন তাহলে আপনাকে পকেট থেকে গুনতে হবে বাড়তি টাকা।