আজকাল ওয়েবডেস্ক: এবার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টেও মিলবে বাড়তি সুবিধা। অতি সম্প্রতি এই সুবিধার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কী কী সুবিধা পাবেন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের গ্রাহকরা?
এক নজরে কী কী পরিবর্তন:
- এক মাসে কমপক্ষে চারবার টাকা তোলার জন্য কোনও চার্জ লাগবে না।
- কার্ড সোয়াইপ (PoS), NEFT, RTGS, UPI এবং IMPS এর মতো ডিজিটাল পেমেন্ট চার'বারের সময়সীমার মধ্যে গণনা করা হবে না।
- বছরে কমপক্ষে ২৫ পৃষ্ঠার চেক বই, বিনামূল্যে ইন্টারনেট এবং মোবাইল ব্যাঙ্কিং ও বিনামূল্যে পাসবুক বা মাসিক স্টেটমেন্টের সুবিধাও মিলবে।
- এটিএম ও ডেবিট কার্ড কোনও বার্ষিক ফি লাগবে না।
এবার বিনামূল্যে টাকা তোলার সীমা কত?
ব্যাঙ্কগুলিকে প্রতি মাসে কমপক্ষে চারটি বিনামূল্যে টাকা তোলার অনুমতি দিতে হবে। যার মধ্যে তাদের নিজস্ব এটিএম ও অন্যান্য ব্যাঙ্কের লেনদেন অন্তর্ভুক্ত থাকবে। এই নতুন নিয়মের অধীনে, ইউপিআই, আইএমপিএস, এনইএফটি এবং আরটিজিএসের মতো ডিজিটাল পেমেন্ট লেনদেনগুলিকে তোলা হিসাবে গণনা করা হবে না। এর অর্থ এই ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহারকারীদের আলাদাভাবে চার্জ করা হবে না।
বর্তমান বিএসবিডি অ্যাকাউন্টধারীরা নতুন চালু হওয়া বৈশিষ্ট্যগুলির জন্য অনুরোধ করতে পারবেন। অন্যদিকে রেগুলার সেভিংস অ্যাকাউন্টহোল্ডাররা তাদের অ্যাকাউন্ট বিএসবিডি অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন। তবে, যদি তাদের ইতিমধ্যে অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে।
আরবিআই ব্যাঙ্কগুলিকে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটের নিয়মে পরিবর্তনগুলি বাস্তবায়নের জন্য সাত দিন সময় দিয়েছে। এই নতুন নিয়মগুলি স্থানীয় অঞ্চলের ব্যাঙ্ক, গ্রামীণ সমবায় ব্যাঙ্ক, নগর সমবায় ব্যাঙ্ক, ক্ষুদ্র অর্থায়ন ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক এবং বাণিজ্যিক ব্যাঙ্ক-সহ সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কবে থেকে নিয়ম কার্যকর?
২০২৬ সালের ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। যদিও ব্যাঙ্কগুলি তাদের বিবেচনার ভিত্তিতে আগে থেকেই এগুলি গ্রহণ করতে পারে। আরবিআই তার দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নির্দেশিকা, ২০২৫ আপডেট করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে।
পরিবর্তনের উদ্দেশ্য:
এই পরিবর্তনগুলি বাস্তবায়নের উদ্দেশ্য হল, বিএসবিডি অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস বৃদ্ধি করা।
