আজকাল ওয়েবডেস্ক :   নিজের কাছে একটা বাইক থাকবে এটা সকলের শখ। সেই শখ মেটাতে বর্তমানে বহু মানুষ টু হুইলার লোন নিয়ে থাকেন। তারা ব্যাঙ্ক থেকে এই লোন নিয়ে থাকেন। সেখান থেকে অতি সহজেই লোন পাওয়া যায়। তবে কখনও ভেবে দেখেছেন বাইকের লোন করার সময় যদি আপনি পার্সোনাল লোন নিয়ে থাকেন তাহলে সেটা কেমন হবে।


যদি কেউ ব্যাঙ্ক গিয়ে পার্সোলান লোন নিয়ে থাকেন তাহলে তিনি অতি সহজেই সেটা পেয়ে যান। তবে ব্যাঙ্কগুলি অনেক সময় পার্সোনাল লোন নিয়ে বেশি সুদের হার নিয়ে থাকে। সেখানে অন্য লোন করার সময় সুদের হার অনেক কম থাকে। 


পার্সোনাল লোন নিয়ে আপনি বাইক কিনে নিতে পারেন। সেখানে পার্সোনাল লোন পাওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। ক্রেডিট স্কোর এবং আয়ের প্রমাণপত্র দেখালেই সেখান থেকে পার্সোনাল লোন সহজে পাওয়া যায়। পার্সোনাল লোন নিতে কোনও গ্যারান্টির দরকার হয় না। পার্সোনাল লোনের ক্ষেত্রে ব্যাঙ্ক ১০ শতাংশ থেকে শুরু করে ২৪ শতাংশ পর্যন্ত সুদ নিয়ে থাকে। 

 


যদি কেউ টু হুইলার লোন নিয়ে থাকেন তাহলে তিনি অনেক বেশি শান্তিতে থাকেন। এটি মূলত একটি বাইক কেনার জন্যই তৈরি করা হয়েছে। এখানে সহজে লোন পেতে পারেন। সুদের হারও পার্সোনাল লোনের তুলনায় অনেক কম থাকে। 

 


ব্যাঙ্ক টু হুইলার লোনের ক্ষেত্রে ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত লোন দিয়ে থাকে। পার্সোনাল লোনের তুলনায় এখানে সুদের হারও কম থাকে। ব্যাঙ্ক সেখানে ক্রেডিট স্কোর, আয়ের প্রমাণপত্র দেখে থাকে। 


বিশেষজ্ঞরা মনে করছেন এই দুটি লোনের মধ্যে টু হুইলার লোনই অনেক বেশি স্বস্তিদায়ক। যদিও পার্সোনাল লোনে অনেক বেশি সুযোগ থাকে। বাইকের ইনসুরেন্স সহ অন্য কভারেজ থাকে পার্সোনাল লোনে। তবে টু হুইলার লোনে সেই সুযোগ থাকে না। অন্যদিকে টু হুইলার লোনে সময় অনেক কম থাকে। তার মধ্যেই টাকা ফেরত দিতে হয়।