আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে সবথেকে বেশি দরকারি যে কার্ডটি আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে তার নাম হল প্যান কার্ড। যারা হঠাৎ করে পার্সোনাল লোন নিতে চান তাহলে সেখান থেকে আপনার হাতে রয়েছে প্যান কার্ডের ক্ষমতা। একে কাজে লাগিয়ে অতি সহজেই আপনি পেতে পারেন ৫ লাখ টাকা।
 
 আপনার কর লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড সবথেকে বড় হাতিয়ার। ব্যাঙ্ক থেকে শুরু করে পোস্ট অফিস বা নিজের অফিসের যেকোনও তথ্যে দেখতে হলে প্যান কার্ডের বিকল্প নেই। আয়কর বিভাগের পক্ষ থেকে প্যান কার্ডকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কীভাবে প্যান কার্ড থেকে পাবেন ৫ লাখ টাকা এবার জেনে নিন সেই তথ্য।
 
 এই টাকা পেতে হলে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার যোগ থাকতে হবে। এরফলে অতি সহজেই আপনি পেয়ে যেতে পারেন ৫ লাখ টাকা। এটি আপনার একটি পার্সোনাল লোন হিসেবে কাজ করবে। এর জন্য আপনার বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছর। আপনার আয়ের প্রমাণ এখানে দিতে হবে। যদি আপনার ভাল ক্রেডিট স্কোর থাকে তাহলে সেটি আপনার এই লোনের ক্ষেত্রে বিরাট কাজ দিতে পারে। 

 
 প্রথমে আপনাকে যেকোনও ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট বা ডিজিটাল লেনদেনে যেতে হবে। এরপর নিজের নাম দিয়ে আপনি নির্দিষ্ট ফর্ম পেতে পারেন। সেখানে আপনার নামের পাশাপাশি জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং প্যান নম্বর দিতে হবে। 
 
 এরপর আপনার কাছে একটি ওটিপি আসবে। সেখান থেকে আপনি নিজের লোনের টাকার অঙ্কটি বসাতে পারবেন। কীভাবে সেটি শোধ করবেন সেটাও জানাতে হবে। এরপর নিজের কেওয়াইসি সমস্ত তথ্য আপলোড করতে হবে। সেখানে আধার থেকে শুরু করে ব্যাঙ্কের তথ্য, সল্যারি স্লিপ সবই দিতে হবে। এই সমস্ত তথ্য যদি সঠিক হয়ে থাকে সেগুলি ভ্যারিফাই করা হবে। এরপর মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আপনি লোনের টাকা পেয়ে যাবেন।
 
 যদি হঠাৎ করে ভ্রমণ করার সময় আপনার টাকা দরকার হয়, কোনও চিকিৎসার কাজ করতে হয়, শিক্ষার ক্ষেত্রে, বাডি মেরামত করতে এই লোন অতি সহজেই পেয়ে যাবেন। এরপর প্রতি মাসে নির্দিষ্ট টাকা দিয়ে আপনি অতি সহজেই এই লোনটি শোধ করতে পারবেন। 

 
 ভারতে অর্থ সম্পর্কিত যেকোনও কাজের জন্য প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আয়কর দাখিল করা, সম্পত্তি কেনা বা বিনিয়োগ করা যাই হোক না কেন, সর্বত্র প্যান কার্ড প্রয়োজন। সরকার প্যান কার্ডের মাধ্যমে প্রতিটি ব্যক্তির আর্থিক লেনদেনের রেকর্ড রাখে। চাকরি করা থেকে শুরু করে আয়কর রিটার্ন দাখিল করা, ব্যাঙ্কিং লেনদেন করা, শেয়ার বাজারে বিনিয়োগ করা, বা মিউচুয়াল ফান্ড, অনেক আর্থিক কার্যকলাপে এটির প্রয়োজন। সুখবর হল যে, এখন আপনি আপনার প্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে করা আপনার সম্পূর্ণ বিনিয়োগের তথ্য সহজেই পেতে পারেন।
 
 অনেক মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন - কখনও এসআইপি-র এর মাধ্যমে, কখনও কর-সঞ্চয়কারী স্কিমে, কখনও কখনও আবার এককালীন পরিমাণ। এমন পরিস্থিতিতে, কিছু সময়ের পরে, আপনার সমস্ত অর্থের কোথায় এবং কত বিনিয়োগ করা হয়েছে এবং কত রিটার্ন পাওয়া যাচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। আপনি যদি একই ধরণের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি আপনার প্যান নম্বরের মাধ্যমে আপনার সম্পূর্ণ বিনিয়োগ ট্র্যাক করতে পারেন। এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং সুবিধাজনক।
আরও পড়ুন: কীভাবে রাণী পিঁপড়ের নির্বাচন করে শ্রমিকরা, জানলে চোখ কপালে উঠবে
 
 প্যান নম্বরটি কেবল কর প্রদানের জন্যই নয়, আপনার সমস্ত মিউচুয়াল ফান্ড বিনিয়োগকে এক জায়গায় সংযুক্ত করার জন্যও ব্যবহৃত হয়। আপনি যত তহবিলেই বিনিয়োগ করুন না কেন, প্যানের সাহায্যে সমস্ত তথ্য এক জায়গায় পাওয়া যায়। এটি কেবল আপনার বিনিয়োগের হিসাবই প্রদান করবে না, বরং কর এবং মূলধন লাভের হিসাবও সহজ করবে। এটি আপনার আর্থিক পরিকল্পনাগুলিকে সুসংগঠিত রাখতে খুবই সহায়ক বলে প্রমাণিত হয়।
 
 সেবি (SEBI) নিয়ম এবং ডিজিটাল প্রযুক্তির কারণে, এখন আপনাকে প্রতিটি তহবিলের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে না। এখন আপনি কেবল প্যানের মাধ্যমেই আপনার কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট (CAS) দেখতে পারবেন। এটি এমন একটি প্রতিবেদন যা আপনার নামের সঙ্গে সংযুক্ত সমস্ত মিউচুয়াল ফান্ড ফোলিও সম্পর্কে তথ্য ধারণ করে। 
