আজকাল ওয়েবডেস্ক: আগামী এপ্রিল মাসের ১ তারিখ থেকে নতুন আয়কর আইন কার্যকর করতে চলেছে অর্থ মন্ত্রক। জানুয়ারি মাসে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। ছয় দশকের পুরনো আয়কর আইন, ১৯৬১ সালের পরিবর্তে আইকর আইন ২০২৫ চালু হতে চলেছে এপ্রিলে। বিজ্ঞপ্তিতে নতুন আয়কর ফর্ম এবং নিয়ম বিষয়ে বিস্তারিত জানানো হবে।
১ এপ্রিল থেকে নতুন আয়কর নিয়ম
নতুন আয়কর বিল, ২০২৫, ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। এর লক্ষ্য কর ব্যবস্থা আরও সহজ করা এবং এটিকে আরও করদাতা বান্ধব করে তোলা। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) এর প্রধান রবি আগরওয়াল সম্প্রতি এই কথা জানিয়েছেন। রত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (IITF) করদাতাদের লাউঞ্জ চালু করার পর সাংবাদিকদের আগরওয়াল বলেন, “ফর্ম এবং নিয়মগুলি নতুন ভাবে তৈর করার কাজ করছি। আমাদের লক্ষ্য হল জানুয়ারির মধ্যে সেগুলি বাস্তবায়ন করা, যাতে করদাতারা তাদের সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন আনতে যথেষ্ট সময় পান।”
করদাতার সুবিধার্থে সরলীকৃত ফর্ম
আধিকারিকদের মতে, আয়কর আইনের অধীনে প্রযোজ্য সকল ফর্ম, যেমন টিডিএস ত্রৈমাসিক রিটার্ন ফর্ম এবং আইটিআর ফর্ম, পুনরায় ডিজাইন করা হচ্ছে। ফর্মগুলি স্পষ্ট এবং ব্যবহারে সহজ করার জন্য সিস্টেমস অধিদপ্তর কর নীতি বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আইন বিভাগ কর্তৃক যাচাই-বাছাইয়ের পর, নিয়মগুলি অবহিত করা হবে এবং সংসদে উপস্থাপন করা হবে।
নতুন আইনে কোনও নতুন করের হার প্রবর্তন করা হয়নি বরং ভাষা এবং কাঠামো সরলীকরণের উপর জোর দেওয়া হয়েছে। করদাতাদের বোঝার সুবিধার্থে অপ্রয়োজনীয় বিধান এবং পুরনো পরিভাষাগুলি সরিয়ে আয়কর আইন, ২০২৫ সরলীকৃত করা হয়েছে। ধারার সংখ্যা ৮১৯ থেকে ৫৩৬ এবং অধ্যায়ের সংখ্যা ৪৭ থেকে ২৩ করা হয়েছে। নতুন আইনে মোট শব্দ সংখ্যা ৫১২,০০০ শব্দ থেকে কমিয়ে ২৬০,০০০ করা হয়েছে। বোধগম্যতার সুবিধার্থে, ৩৯টি নতুন সারণি এবং ৪০টি নতুন সূত্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জটিল লেখার পরিবর্তে স্পষ্ট এবং সহজ তথ্য প্রদান করে।
উল্লেখ্য, নতুন আয়কর বিল, ২০২৫, ১২ আগস্ট সংসদে পাস হয়েছে। এই আইনের লক্ষ্য কর আইন বোঝার এবং মেনে চলার প্রক্রিয়া সহজ করা। সরলীকৃত আইটিআর ফর্ম এবং স্পষ্ট নির্দেশিকা করদাতাদের মধ্যে বিভ্রান্তি কমাবে এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করবে।
