আজকাল ওয়েবডেস্ক: অবসরকালীন পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বিকল্পের মধ্যে, পেনশন প্ল্যান এবং মিউচুয়াল ফান্ড হল দু'টি জনপ্রিয় পছন্দ। প্রতিটিতেই রয়েছে স্বতন্ত্র কিছু সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জ-ও। 

এবার দেখে নেওয়া যাক, এই দু'টি বিকল্পের সুবিধা-

পেনশন প্ল্যান কেন বেছে নেবেন ? 

পেনশন প্ল্যান হল গোছানো একটি প্ল্যান যা অবসরের পরে নিয়মিত আয় নিশ্চিত করবে। নিশ্চিত করবে, আর্থিত স্থিতি ও মানসিক শান্তি। 

পেনশন প্ল্যানের সুবিধা: 

* নিশ্চিত আয় : পেনশন প্ল্যানে রয়েছে নির্দিষ্ট আয়ের প্রতিশ্রুতি। যা আপনার জীবনযাপনের ধারাকে অবসরেও সমভাবে রক্ষা করতে সহায়তা করে।
* কম ঝুঁকি : সাধারণভাবে বাজারগত অস্থিরতার প্রভাবে প্রভাবিত নয়, ফলে বেশিরভাগেরই আদর্শ পছন্দ। 
* করছাড়ের সুবিধা : বিনিয়োগের অঙ্ক ও পে আউট প্রায়ই আইন ও নিয়ম মোতাবেক করছাড়ের আওতাধীন।

পেনশন প্ল্যানের অসুবিধা: 

* নিয়ন্ত্রিত বৃদ্ধি: মিউচুয়াল ফান্ডের মত বাজারের সঙ্গে সরাসরি জড়িত বিনিয়োগ প্রকল্পগুলির ন্যায়, এর রিটার্ন তুলনায় কম।
* নমনীয়তা: একবার বিকল্প বেছে নেওয়ার পর, এর নিয়ম-নির্দেশিকায় বদল অসম্ভব। মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নেওয়ার বিষয়টিও বেশ কঠিন।  

কেন মিউচুয়াল ফান্ড বেছে নেবেন?  

মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীকে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত একাধিক বিভিন্ন পোর্টফোলিওতে টাকা বিনিয়োগের অনুমতি দেয়। নানারকম ঝুঁকির সম্ভাবনাকে কভার করে এটি এবং আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ করে। 

মিউচুয়াল ফান্ডের সুবিধাগুলি : 

* বিশাল বৃদ্ধির সম্ভাবনা : ইক্যুইটি মিউচুয়াল ফান্ড, বিশেষ করে, দীর্ঘ মেয়াদে গুরুত্বপূর্ণ বৃদ্ধির সুযোগ দিয়ে থাকে।
* নমনীয়তা: আর্থিক প্রয়োজনীয়তা অনুযায়ী বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগকে ফান্ডে রূপান্তরিত করতে পারেন বা রিডিম করে নিতে পারেন।
* লিক্যুইডিটি : পেনশন প্ল্যানের মত নয়।  মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীকে সুবিধা দেয়, যখন প্রয়োজন, তখন ব্যবহারের। 

মিউচুয়াল ফান্ডের অসুবিধাগুলি: 

* বাজারগত ঝুঁকি: বাজারের ওঠাপড়ার সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে রিটার্ন নিশ্চিত নাও হতে পারে অর্থাৎ গ্যারান্টি নেই
* নিয়মিত আয়ের নিশ্চয়তা নেই: পেনশন প্ল্যানের মত, মিউচুয়াল ফান্ডে অবসরের পরে নিয়মিত আয়ের সুরাহা নেই। 

নিরাপদ অবসরের জন্য দু'টোতেই ভারসাম্য

নিজের কর্মজীবনে মিউচুয়াল ফান্ড যখন আপনার সম্পদ বাড়িয়ে নিতে সহায়তা করে, অবসরের পরে নিশ্চিত আয়ের সুরক্ষাজাল প্রদান করে পেনশন প্ল্যান। আর দু'টি একসঙ্গে আর্থিক বৃদ্ধি ও স্থিরতা, দু'টোই নিশ্চিত করে।