আজকাল ওয়েবডেস্ক: মাইক্রোসফটে যারা কাজ করেন ফের তাদের ওপর কোপ পড়তে চলেছে। বিশেষত যারা বিজ্ঞাপন বিভাগে কাজ করেন তারা এবার নিজেদের কাজ হারাতে চলেছেন। এই প্রতিষ্ঠান এবং বিরাট পরিমানে কর্মীদের ছাঁটাই করে সেখানে এআইকে ব্যবহার করতে চলেছে।
আগামী মাসের শুরুতেই এই বিরাট ঘোষণা করতে চলেছে মাইক্রোসফট। এরপর চলতি অর্থবর্ষের শেষে এই ছাঁটাইয়ের পরিমান আরও বাড়ানো হবে বলেও জানা গিয়েছে। এই ছাঁটাইয়ের দিকে সবথেকে বেশি সমস্যায় পড়বেন যারা বিজ্ঞাপন বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিষ্ঠানটি বিষয়টি নিয়ে আরও ভেবে দেখছে।
মে মাসে ইতিমধ্যে প্রচুর কর্মীদের বসিয়ে দিয়েছে মাইক্রোসফট। এরফলে তাদের প্রায় ৬ হাজার কর্মীর জীবনে নেমে এসেছে অন্ধকার। তবে এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতে তৈরি নয় তারা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি বিভাগেই তারা এআই-কে ব্যবহার করার পক্ষপাতী। ফলে সেখান থেকে কম খরচে তারা অতি দ্রুত কাজ করতে চান।
চলতি অর্থবর্ষে মাইক্রোসফট ৬.৬ লক্ষ কোটি টাকা খরচ কমাতে চাইছে। ফলে সেখানে কর্মীদের সংখ্যা কমিয়ে দিতে তারা এআই-কে কাজে লাগাতে চাইছে। তাদের ডাটা সেন্টারের পরিকাঠামো সেভাবেই তারা করতে চাইছে। কর্মীদের সংখ্যা কমিয়ে দিয়ে তারা নিজেদের খরচ আরও কমাতে চাইছে। এই প্রতিষ্ঠানে প্রচুর কর্মী কাজ করেন। সংখ্যাটা প্রায় ২ লক্ষের বেশি। ফলে সেখান থেকে যদি ফের ছাঁটাইয়ের দিকে তারা যায় তাহলে সেটা এখানকার কর্মীদের কাছে হবে বিরাট একটি সেটব্যাক।
