সংবাদ সংস্থা মুম্বই: পাঁচ বছর পেরিয়ে গেল তাঁর মৃত্যুর কিন্তু ইরফান খানের অভাব যেন দিন দিন আরও তীব্র হয়ে উঠছে বলিউডে। বাবিল খান-প্রয়াত অভিনেতা ইরফান খানের বড় ছেলে তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতে এদিন (২৯ এপ্রিল) এক আবেগময় পোস্টে মন খুলে লিখলেন তাঁর অন্তরের যন্ত্রণার কথা। পুরনো একটি ছবির সঙ্গে বাবাকে উদ্দেশ করে বাবিলের লেখা কবিতা পড়ে আবেগেতাড়িত নেটিজেনরা।

 

পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট বাবিল বাবার কাঁধে মাথা রেখে রোদচশমা পরে দুষ্টুমিতে মেতে উঠেছে। তার সঙ্গে ক্যাপশনে বাবিল লিখেছেন — “তোমার সঙ্গে, তোমায় ছাড়া। জীবন চলে... আমার সঙ্গে, আমাকে ছাড়া। তাড়াতাড়ি আসছি তোমার কাছে। তোমার সঙ্গে, তোমায় ছাড়া নয়। আমরা একসঙ্গে ছুটব, উড়ব, গোলাপি ঝর্ণার জল খাব। তোমায় জড়িয়ে ধরব শক্ত করে, কাঁদব—তারপর হেসে ফেলব, ঠিক আগের মতোই। আমি তোমায় ভীষণ মিস করি।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Babil (@babil.i.k)