আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ভ্রমণের পরিকল্পনা শুরু করে। কিন্তু এবার, সবার মনে কৌতূহল, জিএসটি কাটছাঁটের পরে কি বিমান এবং ট্রেনের টিকিট সস্তা হল? ২২শে সেপ্টেম্বর দেশে নতুন জিএসটি ব্যবস্থা কার্যকর হয়েছে। এর ফলে হোটেল, বিমান এবং বেশ কয়েকটি পরিষেবার উপর করের পরিবর্তন হয়েছে। এখন, ভ্রমণ ব্যয় আগের তুলনায় সস্তা হবে, নাকি আপনার পকেটের উপর আরও বেশি বোঝা বড়বে তা জানা গুরুত্বপূর্ণ। তাহলে, আসুন জেনে নেওয়া যাক...

নতুন জিএসটি হার

জিএসটি কাউন্সিল জিএসটি কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। আগে, ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ- জিএসটির এই চারটি ভিন্ন স্ল্যাব ছিল, যা এখন মাত্র দু'টি স্ল্যাবে নামিয়ে আনা হয়েছে: ৫ এবং ১৮ শতাংশে।

ইকোনমি ক্লাসে র ভাড়া অপরিবর্তনীয়

জিএসটি হারের পরিবর্তন নিয়ে সাধারণ ভ্রমণকারীদের চিন্তা করার দরকার নেই। ইকোনমি ক্লাসের টিকিটের দাম একই থাকছে। ইকোনমি ক্লাস টিকিটে আগের মতোই মাত্র ৫ শতাংশ জিএসটি প্রযোজ্য। এর অর্থ হল, নিয়মিত টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন হয়নি। 

তবে মহার্ঘ্য হয়েছে বিজনেস ক্লাস টিকিটের দাম। আগে ১২ শতাংশ জিএসটি প্রযোজ্য ছিল, এখন তা বেড়ে ১৮ শতাংশ করা হয়েছে, কারণ জিএসটি ২.০-তে ১২ শতাংশের স্ল্যাব বাতিল করা হয়েছে। 

প্রাইভেট জেট, হেলিকপ্টার, ইয়ট এবং বিলাসবহুল নৌকা ক্রুজে বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে এখন ৪০ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে। আগে এই কর প্রায় ৩১ শতাংশ ছিল। 

ট্রেন টিকিটের উপর ছাড়

রেল যাত্রীদের জন্য সুখবর। এসি এবং প্রিমিয়াম ট্রেন টিকিটের উপর জিএসটি আগের মতোই ৫ শতাংশ রয়েছে। এর অর্থ হল ট্রেন যাত্রীদের উপর কোনও অতিরিক্ত বোঝা চাপানো হয়নি। এটি দৈনিক যাত্রী এবং উৎসবের সময় দীর্ঘ ভ্রমণের পরিকল্পনাকারী উভয়ের জন্যই স্বস্তি।

আরও পড়ুন- এখন কত টাকা দামের জামা-কাপড় কিনলে চাপছে বাড়তি জিএসটি? জেনে নিন