আজকাল ওয়েবডেস্ক : প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাই এর সম্পর্কে সমস্ত বিষয় আপনার জেনে নেওয়া উচিত। এমন পরিস্থিতি আপনার সঙ্গে আসতে পারে যে আপনি হোটেলে চেক ইন করতে গেলেন আর আপনার প্যান কার্ডটি বাতিল করে দেওয়া হল। প্যান কার্ড একটি পরিচয়পত্র হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সেই সময় দেখা গেল এটি কোনও কাজেই লাগল না।
একইভাবে একটি সিম কার্ড কেনার সময় আপনার প্যান কার্ডটিকে বাতিল করে দেওয়া হল। যদিও প্যান কার্ডের প্রধান কাজ হল আয়কর বিভাগের সঙ্গে আপনার লিঙ্ক বজায় রাখা। এখানেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বড় প্রতিষ্ঠানগুলি আপনার অজান্তেই আপনার প্যান কার্ডকে ব্যবহার করে চলেছে। কীভাবে বুঝতে পারবেন এই কাজটি।
প্রতি একমাস বা দুমাস অন্তর আপনার ফোনে বা হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ হয়তো আসে। সেখানে লেখা থাকে ৫ মিনিটের মধ্যেই আপনি লোন পেয়ে যাবেন। দ্রুত হোম লোন পাবেন। এর থেকেই বোঝা যায় আপনার প্যান কার্ডটি নিয়ে কোনও প্রতিষ্ঠান নিজের খেলা খেলছে। এরপরই সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। যে প্রতিষ্ঠান আপনার প্যানকে নিজের মত করে ব্যবহার করছে সে আপনার প্যান কার্ডকে প্যান এনরিচমেন্ট করছে। এর মানে হল যখনই আপনার কোনও লোন শেষ হয়ে যাচ্ছে তখনই আপনাকে ফের টার্গেট করা হচ্ছে।
সেখানে আপনি লোন নিতে ইচ্ছুক হোন বা নাই হোন জোর করে ফের লোনে ফেলার দিকে আপনাকে ঠেলে দেওয়া হবে। এর বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতের সাইবার ক্রাইম বিভাগ। আগামীদিনে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন আইন ২০২৩ শুরু করা হবে। এরফলে প্রতিটি প্রতিষ্ঠান আপনার ক্রেডিট ইতিহাস সম্পর্কে জানার জন্য আপনার অনুমতি নেবে। যদি আপনি বারণ করে দেন তাহলে সেই প্রতিষ্ঠান কখনই সেই কাজটি আর করতে পারবে না।
