আজকাল ওয়েবডেস্ক: বিশ্বব্যাপী সোনা কেনার দৌড়ে উদীয়মান অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোই নেতৃত্ব দিয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা, ডলারের অস্থিরতা এবং বিশ্বের অর্থনৈতিক ঝুঁকির কারণে রিজার্ভ সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ আরও বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সোনা কিনেছে পোল্যান্ড, এরপর টার্কি এবং ভারত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
পোল্যান্ড: ৯০ টন – ২০২৪ সালের শীর্ষ সোনার ক্রেতা
২০২৪ সালের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে উঠে এসেছে পোল্যান্ডের ন্যাশনাল ব্যাঙ্ক অব পোল্যান্ড (এনবিপি)। দেশটি গত এক বছরে ৯০ টন সোনা কিনেছে, যার ফলে এর মোট সোনার রিজার্ভ দাঁড়িয়েছে ৪৪৮ টনে। এটি পোল্যান্ডের মোট আন্তর্জাতিক রিজার্ভের প্রায় ১৭ শতাংশ। দেশটি দীর্ঘদিন ধরে রিজার্ভে সোনার অনুপাত ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এবং ২০২৪ সালে সেই লক্ষ্যপূরণের দিকে বড় অগ্রগতি করেছে।
টার্কি: ৭৫ টন
টার্কি ২০২৩ সালে বড়সড় পরিমাণ সোনা বিক্রি করলেও ২০২৪ সালে আবারও সোনা কেনার বাজারে শক্তভাবে ফিরে এসেছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অব রিপাবলিক অব টার্কি (CBRT) বছরজুড়ে মোট ৭৫ টন সোনা কিনেছে। তাদের মাসিক ক্রয় তুলনামূলকভাবে কম হলেও মোট পরিমাণের দিক থেকে বিশ্বের সোনা ক্রয়ে অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে।
ভারত: ৭৩ টন – রেকর্ড বৃদ্ধির বছর
২০২৪ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সোনা কেনার ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক বছরের প্রতিটি মাসে সোনা কিনেছে, শুধু ডিসেম্বর বাদে। পুরো বছরে দেশটি মোট ৭৩ টন সোনা কিনেছে—যা ২০২৩ সালের তুলনায় চার গুণেরও বেশি। এর ফলে ভারতের মোট সরকারি সোনা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৮৭৬ টনে, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় ১১ শতাংশ। এছাড়া RBI বিদেশে রাখা কিছু সোনা দেশে ফিরিয়ে এনেছে, যা দেশের অভ্যন্তরে স্বর্ণ সংরক্ষণ বাড়ানোর কৌশলগত উদ্যোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
চীন: ৪৪ টন
চীনের পিপলস ব্যাঙ্ক অব চায়না (PBoC) ২০২৪ সালে মোট ৪৪ টন সোনা যোগ করেছে। এর ফলে চীনের সরকারিভাবে ঘোষণা করা মোট সোনা রিজার্ভ দাঁড়িয়েছে ২,২৮০ টনে, যা দেশের মোট রিজার্ভের ৫ শতাংশ। যদিও বছরের মাঝামাঝি প্রায় ছয় মাস চীন সোনা কেনা বন্ধ রেখেছিল, বছরের শেষে আবারও তারা ক্রয় শুরু করে—যা দীর্ঘমেয়াদি সোনা সংগ্রহের প্রতি দেশের দৃঢ় অবস্থানই প্রমাণ করে।
আজারবাইজানের স্টেট অয়েল ফান্ড (SOFAZ): ২৫ টন
আজারবাইজান ২০২৪ সালে তিন প্রান্তিকে মোট ২৫ টন সোনা কিনেছে। এর ফলে দেশের সার্বভৌম তহবিল SOFAZ—যা কেন্দ্রীয় ব্যাঙ্ক না হলেও একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান—বিশ্বের উল্লেখযোগ্য সোনার ক্রেতাদের তালিকায় উঠে এসেছে। বর্তমানে SOFAZ-এর মোট বিনিয়োগ পোর্টফোলিওর ১৮ শতাংশই সোনা।
