আজকাল ওয়েবডেস্ক: সামনেই উৎসবের সময়। তার আগে বাজারে গিয়ে যারা সোনা কিনবেন বলে ভাবছেন তাঁদের জন্য সুখবর। যত উৎসব এগিয়ে আসছে ততই কমছে সোনার দাম। প্রতিদিন এই দাম কমছে একটু করে। তাই এখনই যারা সোনা কিনবেন বলে ভাবছেন তারা বেশি দেরী না করে সোনা সোনার দোকানে গিয়ে নিজের মনের মত সোনা কিনে ফেলুন। শনিবার কলকাতায় সোনার বাজারদর রইল আপনাদের জন্য।
২২ ক্যারাট সোনার এক গ্রামের দাম ৬৮৭৫ টাকা। ৮ গ্রামের দাম ৫৫ হাজার টাকা। ১০ গ্রামের দাম ৬৮ হাজার ৭৫০ টাকা।
২৪ ক্যারাট সোনার এক গ্রামের দাম ৭২১৯ টাকা। ৮ গ্রামের দাম ৫৭ হাজার ৭৫২ টাকা। ১০ গ্রামের দাম ৭২ হাজার ১৯০ টাকা।
তাহলে আর দেরী না করে সোজা চলে যান সোনার দোকানে। পুজোর আর বেশিদিন বাকি নেই। তার আগে প্রতিদিনই কমছে সোনার দাম। ঘরে সোনা কিনে নিয়ে এসে সৌভাগ্যবৃদ্ধি করুন।
