আজকাল ওয়েবডেস্ক:‌ বিয়ের মরশুমে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সোনার দাম। অথচ নভেম্বরের শুরুতে হলুদ ধাতুর দাম বেশ কমেছিল। কিন্তু অগ্রহায়ণ মাস পড়তেই আর বিয়ে শুরু হতেই বাড়তে শুরু করেছে সোনার দাম। ৩০ নভেম্বর অর্থাৎ শনিবার কলকাতায় সোনার দাম কত জেনে নিন।


২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১ গ্রামের দাম শনিবার ৭,৩৩০ টাকা। শুক্রবারের চেয়ে যা ৪০ টাকা বেশি। আর ১০ গ্রামের দাম ৭৩,৩০০ টাকা। যা শুক্রবারের চেয়ে ৪০০ টাকা বেশি। অন্যদিকে, ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার এক গ্রামের দাম শনিবার ৭,৭১৫ টাকা। শুক্রবারের চেয়ে যা ৪৫ টাকা বেশি। আর ১০ গ্রামের দাম ৭৭,১৫০ টাকা। যা শুক্রবারের চেয়ে ৪৫০ টাকা বেশি। আবার ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের এক গ্রামের দাম ৭,৬৪৫ টাকা। শুক্রবারের চেয়ে যা ৪৫ টাকা বেশি। আর ১০ গ্রামের দাম ৭৬,৭৫০ টাকা। যা শুক্রবারের চেয়ে ৪৫০ টাকা বেশি।


শুক্রবার অবশ্য দাম কিছুটা কমেছিল। ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ছিল ৭২,৯০০ টাকা। আর ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৭৬,৭০০ টাকা। আবার পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম ছিল ৭৬,৩০০ টাকা।


গত এক সপ্তাহে সোনার দাম ওঠানামা করেছে। শনিবার বাড়ল বেশ কিছুটা। নভেম্বরের শুরুতে দাম কমলেও ১৯ নভেম্বর থেকে ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম।