আজকাল ওয়েবডেস্ক: নারীদের ক্ষমতায়নে সক্রিয় কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে ২০২৩ সালে মহিলাদের জন্য 'লাখপতি দিদি যোজনা' শুরু করেছে মোদি সরকার। এই প্রকল্পের উদ্দেশ্য হল, শিল্প ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করতে আর্থিক সহযোগিতা করা। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়াই ঋণ নেওয়া যায়। 

'লাখপতি দিদি যোজনা'র আওতায় মহিলাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়াই ঋণ দেওয়া হয়। এর জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি স্ব-নির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য পরিচালিত। মহিলাদের কর্মসংস্থানে জোর দিতেই এই প্রকল্প আনা হয়েছে। 

সুদ ছাড়াই পাঁচ লক্ষ টাকা ঋণ:

এই প্রকল্পের আওতায় কর্মদক্ষতা বাড়াতে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর তাঁদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সুদ ছাড়াই এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। 

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

পরিবারে কেউ সরকারি চাকরি করেন না, এমন পরিবারের কোনও মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যেসব পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকা বা তার কম, সেই পরিবারের মহিলারাও 'লাখপতি দিদি যোজনা'র সুবিধা পেতে আবেদন করতে পারবেন। 

'লাখপতি দিদি যোজনা'য় আবেদন করার জন্য, মহিলাদের স্ব-নির্ভর গোষ্ঠীর অধীনে একটি ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে। তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা সরকারের কাছে পাঠাবে স্বনির্ভর সংস্থা। সরকারি আধিকারিকরা পরিকল্পনাটি পর্যালোচনা করবেন। এরপর, যদি আবেদনটি গৃহীত হয়, তাহলে প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবং এর অধীনে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণও দেওয়া হবে।

কী কী নথি প্রয়োজন?

প্রকল্পের জন্য আধার কার্ড, প্যান কার্ড, আয়ের শংসাপত্র, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর-সহ নথিপত্র লাগবে।