আজকাল ওয়েবডেস্ক: ফক্সকন টেকনোলজি গ্রুপ ভারতে তাদের আইফোন কারখানা থেকে প্রায় ৩০০ চীনা ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদকে দেশে ফিরে যেতে বলেছে। ফক্সকনের এই সিদ্ধান্তের ফলে যা অ্যাপলের ভারতে আইফোন উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাকে বাধার সম্মুখীন হতে পারে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ভারতে আইফোন প্ল্যান্টগুলিতে নিযুক্ত ফক্সকনের বেশিরভাগ চীনা কর্মীকে দুই মাস আগে দেশে ফিরে যেতে বলা হয়েছিল। এরপর থেকে ৩০০ জনেরও বেশি কর্মী কারখানা ছেড়ে চলে গিয়েছেন। তাইওয়ানের কর্মীরা এখন তাঁদের ফেলে যাওয়া কাজের দেখাশোনা করছেন।

ভারতে তৈরি আইফোনের সিংহভাগই দক্ষিণ ভারতে ফক্সকনের কারখানায় একত্রিত করা হয়। টাটা গ্রুপের ইলেকট্রনিক্স উৎপাদনকারী শাখা সেই কারখানায় প্রধান সরবরাহকারী। প্রসঙ্গত, কয়েক মাস আগেই উইস্ট্রন কর্পোরেশন কিনেছে টাটা এবং পেগাট্রন কর্পোরেশনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে সংস্থা।

এই বিষয়ে ফক্সকন বা অ্যাপল কেউই কোনও বিবৃতি দেয়নি এখনও পর্যন্ত।  তবে এই বছরের শুরুতে চীন সরকার মৌখিকভাবে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষগুলিকে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রযুক্তি স্থানান্তর এবং সরঞ্জাম রপ্তানি বন্ধ করার কথা জানিয়েছিল। এর উদ্দেশ্য ছিল বিদেশি সংস্থাগুলি যাতে অন্য কোনও দেশে তাদের উৎপাদন কারখানা সরিয়ে নিয়ে যেতে না পারে।

কয়েকদিন আগেই অ্যাপলের সিইও টিম কুক চীনা কর্মীদের প্রশংসা করেছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, দক্ষ কর্মীদের জন্য চীনে কারখানা স্থাপন করেছিল অ্যাপল। কিন্তু, ভারতের কারখানা থেকে চীনা কর্মীদের সরিয়ে দেওয়ার ফলে এ দেশে আইফোন উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে।

ফক্সকন এই পদক্ষেপ এমন সময়ে করেছে যখন অ্যাপল পরের বছর থেকেই আমেরিকায় বিক্রি হওয়া আইফোন ভারতে অ্যাসেম্বল করার সিদ্ধান্ত নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের কোনও স্মার্টফোন উৎপাদন হয় না। তাদের বেশিরভাগ আইফোন চীনে তৈরি হয়। ভারতের কারখানাগুলি থেকে প্রতি বছর প্রায় ৪ কোটি ইউনিট উৎপাদিত হয় যা অ্যাপলের বার্ষিক উৎপাদনের প্রায় ১৫%।