আজকাল ওয়েবডেস্ক: কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) ২০২৫ সালে তাদের আধুনিকায়িত অনলাইন প্ল্যাটফর্ম EPFO 3.0 চালু করতে চলেছে। এটি একটি উন্নত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম, যা ভবিষ্যনিধি সদস্যদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করবে। নতুন প্ল্যাটফর্মটি স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং ভারতের আট কোটিরও বেশি বেসরকারি খাতের কর্মচারীদের দ্রুত ভবিষ্যনিধি সেবায় প্রবেশাধিকার দেবে।
ইনফোসিস, উইপ্রো এবং টিসিএস-এর মতো শীর্ষ আইটি কোম্পানিগুলোকে এই ডিজিটাল সল্যুশনস প্ল্যাটফর্ম পরিচালনার জন্য বাছাই করা হয়েছে। প্রথমে এটি ২০২৫ সালের জুনে চালুর কথা থাকলেও অতিরিক্ত প্রযুক্তিগত মূল্যায়নের কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে শিগগিরই এই আধুনিকায়িত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: এটাই আমার চাই, হাজার হাজার ভিড় সেটাই দেখাল
এটিএমের মাধ্যমে পিএফ উত্তোলন
EPFO 3.0 চালু হওয়ার পর, সদস্যরা সরাসরি এটিএম থেকে তাদের ভবিষ্যনিধি সঞ্চয় তুলতে পারবেন। এই সুবিধা ব্যবহার করতে হলে সদস্যদের অবশ্যই তাদের UAN সক্রিয় করতে হবে এবং আধারকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে। জরুরি সময়ে দ্রুত টাকা তোলার সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউপিআইয়ের মাধ্যমে উত্তোলন
ভারতের ডিজিটাল পেমেন্ট বিপ্লবের অংশ হিসেবে, নতুন EPFO 3.0 সিস্টেম সদস্যদের ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার সুবিধা দেবে। দীর্ঘ আবেদন প্রক্রিয়া বাদ দিয়ে এই ফিচার উত্তোলনকে আরও দ্রুত ও সহজ করবে।
অনলাইন সংশোধন ও দাবি ট্র্যাকিং
নতুন সিস্টেমের মাধ্যমে সদস্যরা ওটিপি অথেনটিকেশনের সাহায্যে অনলাইনে সংশোধন বা হালনাগাদ করতে পারবেন, ফলে EPFO অফিসে সরাসরি যাওয়ার প্রয়োজন হবে না। পাশাপাশি, নিজেদের দাবির অগ্রগতি ট্র্যাক করাও আরও সহজ হবে।

মৃত্যুকালীন দাবি নিষ্পত্তি
মৃত্যুকালীন দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ করা হবে, যাতে মনোনীতরা দ্রুত অর্থ পেয়ে যান। অপ্রাপ্তবয়স্ক উপভোক্তাদের ক্ষেত্রে পরিবারকে আর অভিভাবকের সনদ জমা দিতে হবে না, ফলে দ্রুত অর্থপ্রাপ্তি সম্ভব হবে।
মোবাইল সুবিধা
আসন্ন প্ল্যাটফর্মটির মূল ফোকাস মোবাইল অ্যাক্সেসিবিলিটি। নতুন সিস্টেম সদস্যদের সহজে অ্যাকাউন্টের তথ্য দেখা, জমা ট্র্যাক করা, দাবি স্ট্যাটাস চেক করা ইত্যাদির সুযোগ দেবে।
ভারতের দ্রুত বিকাশমান ফিনটেক খাতের সঙ্গে তাল মিলিয়ে EPFO-র এই আসন্ন ডিজিটাল রূপান্তর বিলম্ব কমাবে, সেবার আওতা বাড়াবে এবং আরও সহজলভ্য করে তুলবে। প্রকাশিত হলে এটি সাম্প্রতিক সময়ে EPF সিস্টেমের অন্যতম সবচেয়ে রূপান্তরমূলক উন্নয়ন হয়ে উঠবে।
তাই আগে থেকে সমস্ত তথ্য যদি আপনার জানা থাকে তাহলে সেখান থেকে আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। সেখান থেকে আপনার কাছে গোটা বিষয়টি জলের মতো পরিষ্কার থাকবে। সেখানে কোনও বিভ্রান্তি থাকবে না। তবে যদি এটি আপনার না জানা থাকে তাহলে সেখানে আপনি সবথেকে বেশি সমস্যায় পড়তে পারেন।

