আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে সবাই এমন জায়গায় বিনিয়োগ করতে চান যেখানে কম বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন পাওয়া যায়। এসআইপি আজকাল অত্যন্ত জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প। কিন্তু প্রশ্ন জাগে যে, প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা করে কি বড় অঙ্কের তহবিল গঠন সম্ভব?
১,০০০ টাকা করে এসআইপি দিয়ে আপনি দীর্ঘমেয়াদে লক্ষ লক্ষ টাকা জমাতে পারেন। কিন্তু, যতদিনে তা হবে ততদিনে ওই অর্থের মূল্য কত হবে সেটা গুরুত্বপূর্ণ।
কত বছর ধরে বিনিয়োগ করতে হবে:
যদি ১,০০০ টাকা করে মাসিক এসআইপি করেন এবং ১২ শতাংশ বার্ষিক রিটার্ন পান, তাহলে ৩০ বছর পর আপনি প্রায় ৩০ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। যদি আপনি ৪০ বছর ধরে ১,০০০ টাকার এসআইপি করেন এবং সুদের পরিমাণ বার্ষিক ১২ শতাংশ থাকে তাহলে ৯.৮ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত তা বৃদ্ধি পাবে। তবে, রিটার্ন কম হলে, মোট পরিমাণও কম হতে পারে।
মুদ্রাস্ফীতির প্রভাব
আপনি যদি ৪০ বছর ধরে নিয়মিত বিনিয়োগ করেন এবং ১ কোটি টাকা জমা করেন, তাহলে কি আপনার বিনিয়োগের উপর মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে? যদি গড় মুদ্রাস্ফীতির হার প্রতি বছর ৬ শতাংশ হয়, তাহলে ৩০ বছর পর, ১ কোটি টাকার মূল্য প্রায় ১৭.৪১ লক্ষ টাকার সমতুল্য হবে। এর অর্থ হল আপনি ১ কোটি টাকা আয় করতে পারবেন।
২০৫৫ সালে, এই জিনিসটি ৬ থেকে ৭ কোটি টাকায় পাওয়া যাবে। ৪০ বছর পর, ১ কোটি টাকার মূল্য কমে ৯.৭ লক্ষ টাকা হবে। আজ আপনি যে জিনিসটি ১ কোটি টাকা দিয়ে কিনছেন, তা ৪০ বছর পর ১০ কোটি টাকায় পরিণত হবে। ৫০ বছর পর ১ কোটি টাকার মূল্য হবে মাত্র ৫.৪৩ লক্ষ টাকা। এই হিসাব মতো, ১০০০ টাকার এসআইপি দিয়ে কোটি কোটি টাকা জমাতে পারা যাবে কিন্তু ধনী হওয়া সম্ভব নয়।
