আজকাল ওয়েবডেস্ক: হাতে আর বেশি সময় নেই। তারপরই পেশ করা হবে বাজেট ২০২৬। সকলের নজর এখন সেদিকেই রয়েছে। সেদিক থেকে দেখতে হলে এবারের বাজেটে খুব বেশি পরিবর্তন হবে না বলেই মনে করছেন দেশের প্রথম সারির অর্থনীতিবিদরা।
বাজেট ২০২৬ ঘনিয়ে আসার সঙ্গেই ঘুরছে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক দিকনির্দেশনার দিকটি। বিশ্ব অর্থনীতিতে যখন মন্দার আশঙ্কা, উচ্চ সুদের হার, রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক অনিশ্চয়তা বজায় রয়েছে, তখন ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল বৃদ্ধি ধরে রাখছে। এই প্রেক্ষাপটে আগামী কেন্দ্রীয় বাজেটকে অনেকেই এককালীন বাজেট হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতার রোডম্যাপ হিসেবে দেখছেন।
অর্থনীতিবিদদের মতে, বাজেট ২০২৬-এর মূল লক্ষ্য হওয়া উচিত অর্থনীতির মৌলিক ভিত্তি শক্তিশালী করা এবং রাজস্ব ব্যয়ের নিয়ন্ত্রণ বজায় রাখা। বিশেষ করে ভারতের লক্ষ্য যখন বিশ্বের শীর্ষ অর্থনীতির মধ্যে নিজের অবস্থান আরও দৃঢ় করা, তখন স্বল্পমেয়াদি ছাড় বা জনপ্রিয়তা-নির্ভর সিদ্ধান্তের চেয়ে কাঠামোগত সংস্কার ও শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ।
এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল আয়কর সংস্কার। বিশেষজ্ঞরা বারবার বলেছেন, বার্ষিক হার পরিবর্তন বা বিচ্ছিন্ন সংশোধনের বদলে আয়কর ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও ক্রমশ বেশি প্রগ্রেসিভ করার দিকে নজর দেওয়া দরকার। অর্থাৎ, যারা বেশি আয় করেন তাদের বেশি কর দেওয়া এবং নিম্ন-মাঝারি আয়শ্রেণির উপর করের চাপ ধীরে ধীরে কমানো।
বিশেষজ্ঞরা মনে করছেন কর স্ল্যাবের যুক্তিসঙ্গত পুনর্গঠন প্রগ্রেসিভিটি ও সরলতার ভিত্তিতে হওয়া উচিত। এর মধ্যে থাকতে পারে মুদ্রাস্ফীতি বিবেচনায় মার্জিনাল রেট সামঞ্জস্য করা। সেখানে সর্বোচ্চ কর শ্রেণির সীমা ধীরে ধীরে বাড়ানো এবং পুরনো, জটিল কর-বিধিগুলো একত্র করে একটি স্বচ্ছ ও কমপ্লায়েন্স-বান্ধব কর কাঠামো গড়ে তোলা।
বর্তমানে করদাতার সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও বহু ব্যক্তি ও ব্যবসা এখনও এর বাইরে রয়ে গেছে। প্যান–আধার লিঙ্ক, ডিজিটাল লেনদেনে উন্নতি এবং রিয়েল-টাইম রিপোর্টিং ব্যবস্থার প্রসারের ওপর ভিত্তি করে একে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যাতে দেশে আগামীদিনে রাজস্ব ব্যবস্থায় আরও উন্নতি করা যায় তার দিশা থাকতে পারে এবারের বাজেটে।
তবে আয়কর কাঠামোতে বড় ধরনের আইনগত পরিবর্তনের সম্ভাবনা এই বাজেটে খুবই ক্ষীণ। কারণ আগামী বছর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট। বাজেট ২০২৬ উপস্থাপিত করা হবে ভারতের প্রত্যক্ষ কর কাঠামোর অন্যতম বড় সংস্কারের প্রেক্ষাপটে। নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫ আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে, ফলে এই বাজেটে বড় ধরনের আইনগত পরিবর্তনের সম্ভাবনা কম।
বেতনভোগী করদাতাদের ক্ষেত্রেও প্রত্যাশা সীমিত। কারণ আগের বাজেটেই নতুন কর ব্যবস্থার স্ল্যাব সংশোধন হয়েছে। তাই সেদিক থেকে দেখতে হলে আবার বড় ধরনের স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম। যে হার এতদিন ধরে চলছে সেটাই ফের একবার রেখে দেওয়া হবে।
&t=3s
সব মিলিয়ে বাজেট ২০২৬ হবে ধারাবাহিকতা, বাস্তবায়ন ও ব্যবস্থাগত দক্ষতার বাজেট৷ বড় চমক বা ঘোষণা নয়, বরং কার্যকর রোলআউট, রাজস্ব শৃঙ্খলা এবং টেকসই বৃদ্ধিই হবে মূল লক্ষ্য।
