আজকাল ওয়েবডেস্ক:  অনেকেই মনে করেন আর্থিক চাপ বা মানসিক অস্থিরতার মূল কারণ কম সঞ্চয় বা ভুল বিনিয়োগ সিদ্ধান্ত। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সমস্যার শিকড় সংখ্যায় নয়, মানুষের আচরণে। উচ্চ আয়কারী ব্যক্তিরাও একই ফাঁদে পড়েন—ভবিষ্যতের আয় আগেভাগেই খরচের সঙ্গে বেঁধে ফেলেন।


যদি আপনি বোনাস পাওয়ার সঙ্গে সঙ্গেই এসআইপি-তে বিনিয়োগ করে নিজের আয় বাড়াতে চান তাহলে সেটি হবে বোকামি। এই মানসিকতাই বিপজ্জনক সকলের কাছে। কয়েক মাসের মধ্যেই সেই ব্যক্তি মানসিক চাপে পড়েন। বাড়িভাড়া বেড়ে যায়, পরিবারে হঠাৎ কিছু অতিরিক্ত খরচ আসে, আর তখন সেই অতিরিক্ত এসআইপি বোঝা হয়ে দাঁড়ায়। 


বেশিরভাগ মানুষ ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায় ব্যর্থ হন কম সঞ্চয়ের জন্য নয়। তারা ব্যর্থ হন কারণ ভবিষ্যতের ক্যাশ ফ্লো খুব তাড়াতাড়ি কমিট করে ফেলেন। বোনাস বা ইনসেনটিভের মতো পরিবর্তনশীল আয়কে অনেকেই স্থায়ী আয়ের মতো ধরে নেন। তবে এই সিদ্ধান্ত ভবিষ্যতে বহু ভুল ডেকে নিয়ে আসে। এর ফলেই সময়ের সঙ্গে সঙ্গে আয় বাড়লেও টাকার টান পড়ছে বলে মনে হয়।


এই অভিজ্ঞতা থেকেই বেরিয়ে আসার পরই বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। ভ্যারিয়েবল আয় মানে নমনীয়তা, আর স্থিতিশীল আয় মানে কমিটমেন্ট। সেখানে এসআইপি, ইএমআই বা লাইফস্টাইল আপগ্রেড সবই হওয়া উচিত নিশ্চিত ও স্থায়ী আয়ের উপর ভিত্তি করে। সেখানে বোনাসের ওপর ভরসা করা উচিত নয়। যদি এই সামান্য কাজটি মেনে চলতে পারেন তাহলে বোনাস হতে পারে আপনার শক্তি। সেখানে বাড়তি কোনও সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে।

 

&t=145s
অনেকেই বোনাসকে অতিরিক্ত আয় হিসেবে ধরে নিয়ে থাকেন। সেখান থেকে তাকে নিয়ে অতিরিক্ত বিনিয়োগের পথে যান। তবে এখানে সকলকেই মনে রাখা উচিত যদি বোনাসকে আপনি সঠিকভাবে কাজে না লাগাতে পারেন তাহলে সেখানে আপনার বিরাট সমস্যা তৈরি হবে। তবে যদি আপনি পরিকল্পনা করে বোনাসকে কাজে লাগাতে পারেন তাহলে সেটাই আপনার কাছে লাভের অঙ্ক এনে দিতে পারে।