আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে আধার কার্ড ব্যাংকিং, মোবাইল সিম, সরকারি সেবা ও বিভিন্ন যাচাইকরণ প্রক্রিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ফলে আধার-সংক্রান্ত ডেটা অপব্যবহার বা অননুমোদিত অ্যাক্সেসের ঝুঁকিও বেড়েছে। এই সমস্যার সমাধানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার বায়োমেট্রিক লক ও আনলক সুবিধা চালু করেছে। এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা তাদের ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস তথ্য সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন, যাতে অন্য কেউ বায়োমেট্রিক যাচাই করতে না পারে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের আধার-সম্পর্কিত ডেটার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।
বায়োমেট্রিক লকের সুবিধা কী?
আধার লক ফিচার মূলত বায়োমেট্রিক অথেন্টিকেশন বন্ধ করে দেয়। লক করার পর আধার কার্ড নম্বর জানা থাকলেও কেউ ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান দিয়ে যাচাই করতে পারবে না। ব্যক্তিগত তথ্য বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে শেয়ার করার পর যদি ঝুঁকি মনে হয়, বা সন্দেহ হয় যে কেউ অপব্যবহার করতে পারে—তাহলে এই ফিচারটি অত্যন্ত কার্যকর।
বায়োমেট্রিক লক করার পর যে সেবাগুলো বায়োমেট্রিক যাচাইয়ের ওপর নির্ভরশীল, যেমন সিম যাচাই, কেওয়াইসি, কিছু ব্যাংকিং সেবা—সেগুলো বন্ধ হয়ে যায় যতক্ষণ না আনলক করা হয়। ফলে পরিচয় চুরি, অথেন্টিকেশন জালিয়াতি বা ফিঙ্গারপ্রিন্ট কপি করে প্রতারণার ঝুঁকি কমে যায়। তবে লক্ষণীয় বিষয় হল—বায়োমেট্রিক লক করলে আধার নম্বর বাতিল হয় না এবং নন-বায়োমেট্রিক সেবাগুলো চালু থাকে।
কীভাবে বায়োমেট্রিক লক করবেন?
UIDAI-এর সেলফ-সার্ভিস পোর্টাল থেকে বায়োমেট্রিক লক করা সম্ভব। পদ্ধতি খুব সহজ—
১) UIDAI পোর্টালে গিয়ে আধার নম্বর প্রবেশ করাতে হবে
২) রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP যাবে
৩) OTP যাচাই সম্পূর্ণ হলেই বায়োমেট্রিক অথেন্টিকেশন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে
এই পুরো প্রক্রিয়ায় কোনও ফি লাগে না।
প্রয়োজনে কীভাবে আনলক করবেন?
যদি কোনও কাজের জন্য বায়োমেট্রিক যাচাই প্রয়োজন হয়, সেক্ষেত্রে একই পোর্টাল থেকে পুনরায় আনলক করা যায়। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাচাইয়ের পর বায়োমেট্রিক অ্যাক্সেস আবার সক্রিয় হয়ে যাবে। চাইলে ব্যবহারকারীরা বারবার লক ও আনলক করতে পারবেন—যখন প্রয়োজন তখনই।
ডিজিটাল যুগে আধার-ভিত্তিক সেবার সংখ্যা বাড়ছে, পাশাপাশি তথ্য চুরির ঝুঁকিও বাড়ছে। বায়োমেট্রিক লক–আনলক সুবিধা মানুষকে নিজের পরিচয় ও তথ্যরক্ষায় এক শক্তিশালী হাতিয়ার দিয়েছে। সচেতন ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করলে নিরাপত্তা আরও দৃঢ় হবে এবং ডেটা অপব্যবহার কমবে।
