আজকাল ওয়েবডেস্ক: যত দিন কাটছে সকলের মধ্যে ফিক্সড ডিপোজিট করার প্রবণতা বাড়ছে। সেদিক থেকে দেখতে হলে দেশের বিভিন্ন ব্যাঙ্ক নানা ধরণের সুদের হার দিয়ে থাকে। সেখানে দেশের প্রথম সারির ব্যাঙ্ক থেকে শুরু করে ছোটো ফাইনান্স প্রতিষ্ঠানগুলিও অনেক সময় ভাল সুদের হার দিয়ে থাকে। এবার একনজরে দেখে নেব সেই সুদের হার।
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ১ থেকে ৩ বছরের সময়ে সুদের হার দিচ্ছে ৯ শতাংশ করে। নর্থ ইস্ট স্মমল ফিনান্স ব্যাঙ্ক ৫৪৬ দিন থেকে শুরু করে ১১১১ দিনের জন্য সুদের হার দেবে ৯ শতাংশ করে। জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক ১ থেকে ৩ বছরের জন্য সুদের হার দেবে ৮.২৫ শতাংশ করে। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ২ থেকে ৩ বছরের জন্য সুদের হার দেবে ৮.৬০ শতাংশ করে।
এবার আসি দেশের প্রথম সারির বেশ কয়েকটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হারে। এখানেও সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে মিলবে ভাল সুদের হার। বন্ধন ব্যাঙ্ক ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার দেবে ৮.০৫ শতাংশ করে। আরবিএল ব্যাঙ্ক ৫০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার দেবে ৮ শতাংশ করে। আইসিআইসিআই ব্যাঙ্ক ১৫ মাস থেকে ২ বছরের জন্য সুদের হার দেবে ৭.২৫ শতাংশ থেকে শুরু করে ৭.৫০ শতাংশ করে। এইচডিএফসি ব্যাঙ্ক ৪ বছর সাত মাসের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার দেবে ৭.৪০ শতাংশ করে।
এবার চলে আসি দেশের সরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার নিয়ে। সেখানেও ভাল সুদের হার রয়েছে। তবে বিনিয়োগ করতে হবে পরিকল্পনা করেই। কানাড়া ব্যাঙ্ক ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার দেবে ৭.৪০ শতাংশ করে। ব্যাঙ্ক অফ বারোদা ৪০০ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার দেবে ৭.৩০ শতাংশ করে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং ইউনিয়ন ব্যাঙ্ক ১ বছরে ফিক্সড ডিপোজিটে সুদের হার দেবে ৭.৩০ থেকে শুরু করে ৭.২৫ শতাংশ করে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪৪৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার দেবে ৭.২৫ শতাংশ করে।
