আজকাল ওয়েবডেস্ক: কোন দিনে ব্যাঙ্ক ছুটি থাকবে সেটা আগে থেকেই জানিয়ে দেয় আরবিআই। তবে বেশ কয়েকটি রাজ্যে যদি বিশেষ কোনও অনুষ্ঠান থাকে তাহলে সেখানে বাড়তি ছুটি থাকে। 


৬ জুলাই রবিবার, তাই এদিন ব্যাঙ্ক ছুটি থাকবে সেটাই স্বাভাবিক। ১২ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ। সেদিনও ব্যাঙ্কের হিসেব অনুসারে ছুটি থাকবে। ১৩ জুলাই, সেদিনও রবিবার হওয়ার জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে।


১৪ জুলাই শিলংয়ের একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। তার নাম বেহ দিনখালাম। তাই সেদিন সেখানে ব্যাঙ্ক ছুটি থাকবে।


১৬ জুলাই দেরাদুনে একটি অনুষ্ঠান রয়েছে। তার নাম হারেলা। ফলে সেখানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


১৭ জুলাই শিলংয়ে খাসি সম্প্রদায়ের প্রধান ইউ টাইরট সিংয়ের মৃত্যুদিন। তাই সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।


১৯ জুলাই আগরতলায় হবে কের পুজো। ফলে সেখানে সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।


২৬ জুলাই মাসের চতুর্থ শনিবার। তাই সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।


২৭ জুলাই রবিবার, তাই সেদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক।


২৮ জুলই সোমবার। সেদিন গ্যাংটকে দ্রুপকা তাসি জি অনুষ্ঠান রয়েছে। তাই সেখানে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 


তবে যদি হঠাৎ করে আপনার দরকার হয় তাহলে সেখানে আপনি অনলাইন ব্যাঙ্কিং করতে পারেন। অনলাইন ব্যাঙ্কিং, যা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ই-ব্যাংকিং নামেও পরিচিত হল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা গ্রাহকদের তাদের ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেন পরিচালনা করতে দেয়। এর মাধ্যমে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট দেখা, টাকা স্থানান্তর করা, বিল পরিশোধ করা, এবং অন্যান্য আর্থিক পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন।


কিছু সাধারণ অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা:
অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা
টাকা স্থানান্তর 
বিল পরিশোধ (বিদ্যুৎ, জল, গ্যাস, ইত্যাদি)
ক্রেডিট কার্ড বিল পরিশোধ
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ
নতুন অ্যাকাউন্ট খোলা