আজকাল ওয়েবডেস্ক: চোর সন্দেহে এক তরুণকে ব্যাপক মারধরের ঘটনা ঘটল চুঁচুড়ার মহেশতলা এলাকায়। অভিযোগ, চোর সন্দেহে এক তরুণকে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা। এমনকী, বিদ্যুতের পোস্টে বেঁধে রাখা হয় ওই তরুণকে।

বেঁধে রেখেই টানা মারধর চলে। এই ভয়াবহ ঘটনা ঘিরে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল।

সোমবার ভোরে এক তরুণ একটি পরিত্যক্ত বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি খোলার চেষ্টা করছিল বলে অভিযোগ। বাড়িটির মালিক বর্তমানে সেখানে থাকেন না। প্রতিবেশীরা শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে।

কিন্তু স্থানীয়রা চারপাশ থেকে বাড়ি ঘিরে ফেলায় বাড়ির ভিতরেই লুকিয়ে পড়ে ওই তরুণ। সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গে আরও কেউ ছিল। তরুণের পকেট থেকে কিছু টাকা ও চুরি করার সরঞ্জাম উদ্ধার হয়েছে বলেও স্থানীয় বাসিন্দাদের দাবি।

মহেশতলা এলাকায় এর আগেও ফাঁকা বাড়ি লক্ষ্য করে একাধিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে ফের ফাঁকা বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে হাতেনাতে ধরা পড়তেই এলাকাবাসীর ক্ষোভ চরমে ওঠে।

যুবককে ধরে মারধর করা হয় এবং পরবর্তী সময়ে ইলেকট্রিক পোস্টে বেঁধে খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সে কেন এবং কী উদ্দেশ্যে ওই এলাকায় ঢুকেছিল, তা তদন্ত করছে পুলিশ। এদিকে, এলাকার বাসিন্দারা রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে মহেশতলায় পুলিশ টহল বাড়ানোর দাবি তুলেছেন।