আজকাল ওয়েবডেস্ক:‌ যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য বীরভূমের কাঁকড়তলা থানার খয়রাশোলে। জানা গেছে, মৃত যুবকের নাম ইনসান শেখ (‌৩৮)‌। খয়রাশোল ব্লকের সাহাপুরের বাসিন্দা ইনসান তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে কাঁকড়তলা থানা খয়রাশোল ব্লকের এক জলাশয়ের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর যায় থানায়। বস্তা খুলতেই উদ্ধার হয় ইনসানের টুকরো করা দেহ। দেহ উদ্ধার হতেই প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা দেহ উদ্ধারে বাধা দেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার।


স্থানীয়দের দাবি, মৃত যুবকের সঙ্গে পাশের রসাগ্রামের বাসিন্দা এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে প্রচুর অশান্তিও হয়েছে। স্থানীয়দের দাবি, সেই অশান্তির জেরেই খুন করা হয়েছে ইনসানকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।