মিল্টন সেন, হুগলি: ৩ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে, পরিবেশ সচেতনতার বার্তা দেবেন চুঁচুড়ার শুভজিৎ। সেই লক্ষ্যে, বেরেইয়ে পড়লেন সাইকেল নিয়ে। 

শুভজিৎ। শুভজিৎ দাস। ছোট্ট চায়ের দোকান রয়েছে তাঁর। ২৬ বছরের এই যুবক সাধারণ মানুষকে "সবুজ স্থাপন, সবুজ বাঁচান" সচেতনা বৃদ্ধির চেষ্টায় নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণের উদ্দেশ্যে। লক্ষ্য একটাই। তিনি ভারতের বিভিন্ন শহরে, গ্রামে, গঞ্জে ঘুরে মানুষকে গাছ লাগানোর জন্য সচেতন করবেন। এই মহৎ উদ্যোগে বেরনোর জন্য, নিজের সমস্ত সঞ্চয়, পুঁজি শেষ করে ফেলেছেন।


চুঁচুড়া রায়েরবের এলাকার বাসিন্দা শুভজিৎ দাস। ষান্ডেশ্বর তলায় রয়েছে তার ছোট্ট চায়ের দোকান। সেই দোকান চালিয়ে যা উপার্জন হয় তার থেকেই কিছু অর্থ জমিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন শুভজিৎ। প্রথমে যাবেন উড়িষ্যার পুরী। তারপর সেখান থেকে মল্লিকার্জুন রামেশ্বরম, কন্যাকুমারী হয়ে ফিরবেন চুঁচুড়ায়। রামেশ্বরম থেকে গঙ্গায় জল নিয়ে মহাদেবের কাছেও অর্পণ করবেন শুভজিৎ। তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লাগবে ৫০ দিন। সোমবার চুঁচুড়ার ষন্ডেশ্বর তলায় শিব মন্দিরে পুজো দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন শুভজিৎ।

শুভজিৎ বলেন, "'গাছ লাগান প্রাণ বাঁচান', মানুষকে এই বার্তা  দিতে সাইকেল নিয়ে ভ্রমণে বেরিয়েছি। আমি মানুষজনের ব্যবহার দেখতে চাই। চায়ের দোকান চালিয়ে যা উপার্জন করি সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করে এই ভ্রমণের উদ্দেশ্যে বেরোই । রাতে রাস্তায় কোন পেট্রোল পাম্প বা মন্দিরে আশ্রয় নিতে হয়।" 
শুভজিৎ-এর মা প্রতিমা দাস বলেন, 'সবাই ট্রেনে করে যায়, ছেলের ইচ্ছা সাইকেলে যাবে। আমরা তাকে কোনও বাধা দিইনি। আমরা চাই ভালোভাবে যাক ভালোভাবে ফিরে আসুক।'