আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি 'রিলস' বানাতে গিয়ে একের পর এক দু্র্ঘটনা৷ সামাজিক মাধ্যমে বিখ্যাত হতে গিয়ে প্রাণ হারাচ্ছেন একাধিক৷ এবার এমনই একটি ঘটনা ঘটল বাঁকুড়ার মুকুটমণিপুরে। কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক পর্যটকের৷ জানা গিয়েছে, যুবক একজন কলেজছাত্র। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনোজিৎ মাহাতো৷ তাঁর বয়স ২১ বছর। জানা গিয়েছে তিনি পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন৷ রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই এক চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়৷ 

জানা গিয়েছে, ওই কলেজপড়ুয়া মনোজিৎ রবিবার রাইপুরের হলুদকানালি গ্রামে তাঁর মামাবাড়িতে গিয়েছিলেন৷ সেখানেই কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে তাঁর আলাপ হয়। এরপর ইউটিউবারদের সঙ্গে নিয়ে মনোজিৎ বাঁকুড়ার অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র মুকুটমণিপুরে বেড়াতে যান৷ খবর অনুযায়ী, সেখানেই তাঁরা বাইক নিয়ে 'স্টান্ট' করছিলেন। উদ্দেশ্য ছিল ফটোশ্যুট ও রিলস৷ 

এরপর মুকুটমণিপুরের রাস্তায় ৭৭ নম্বর আলোকস্তম্ভের কাছে একটি বাঁকের মুখে যুবক মনোজিৎ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ পরে সজোরে ধাক্কা মারেন কংক্রিটের গার্ড ওয়ালে। ঘটনায় গুরুতর আহত হন যুবক৷ পরে খবর পেয়ে স্থানীয় গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ মনোজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খাতড়া মহকুলা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার জেরে শোকস্তব্ধ মনোজিতের পরিবারের সকলে৷ এলাকার মানুষদের মধ্যেও চাঞ্চল্য দেখা যায়৷ বর্তমানে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে৷