আজকাল ওয়েবডেস্ক :  নিজের স্ত্রী অন্য এক যুবককে বিয়ে করে তাঁর সঙ্গে সংসার করতে শুরু করায়, আক্রোশে স্ত্রীর দ্বিতীয় স্বামীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত একটা নাগাদ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর-হেলালপুর গ্রামে। মৃত ওই যুবকের নাম বিশাল দাস ।

 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, "প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন ওই মহিলা। কিন্তু মহিলার প্রথম স্বামী তাঁকে ভুলতে না পেরে আক্রোশের বশে দ্বিতীয় স্বামীকে খুন করেছে বলে আমরা জানতে পেরেছি। অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন করে আজ তাকে আদালতে পেশ করা হচ্ছে।"

 

স্থানীয় সূত্রে খবর, প্রায় সাত বছর আগে শ্রাবনী দাস নাম ওই মহিলার সঙ্গে কুলরি গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর শুভ মাঝি নামে এক ব্যক্তির বিয়ে হয়। অভিযোগ বছরখানেক আগে থেকে শ্রাবনী, পেশায় রাজমিস্ত্রি বিশাল দাস নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। শুভর সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও এক সন্তানের মা শ্রাবনী এরপর দু-একবার বিশালের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। যদিও পরে গ্রাম্য সালিশি সভার পর ফের একবার নিজের প্রথম স্বামীর কাছে ফিরে গিয়েছিলেন শ্রাবনী।

 

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, শুভর সঙ্গে বিয়ে হওয়ার আগে শ্রাবনীর বিশাল দাসের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাড়ির চাপে শ্রাবনী , শুভকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

 

পুলিশ সূত্রে খবর, বিশালকে খুন করে শুভ এলাকা ছেড়ে পালিয়ে যান। যদিও কিছু সময়ের মধ্যে পুলিশ তাঁকে একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে।