প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার
স্বামীর সঙ্গে ঘর করতে করতে এক ব্যক্তির সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়েন আলিপুরদুয়ারের এক গৃহবধূ। দীর্ঘদিন স্বামীর অগোচরে চলতে থাকে বিবাহ বহির্ভূত প্রেম। এরপরেই স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন ওই তিনি। কয়েক মাস আগে সিদ্ধান্ত নিয়ে সেই প্রেমিকের সঙ্গে উধাও হয়ে যান ওই গৃহবধূ। বাড়ি ফিরে স্ত্রীকে ফিরে না পেয়ে হন্য হয়ে তাকে খুঁজে বেড়ান স্বামী। খোঁজখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজের অভিযোগও জানান তিনি। তবে খোঁজ মেলেনি।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। গত ৪ঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি সেই ফর্ম বিলি শুরুও হয়ে যায়। এলাকার বিএলও ওই গৃহবধূর এনুমারেশন ফর্ম তাঁর স্বামীর হাতে তুলে দেন। তাতেই বিপাকে পড়েন স্বামীকে ছেড়ে যাওয়া ওই গৃহবধূ। জানা গিয়েছে, স্বামীকে ছেড়ে চলে যাওয়ার পর এখন কীভাবে তাঁর কাছ থেকে নিজের এনুমারেশন ফর্ম আনবেন তাই নিয়ে দ্বিধাগ্রস্ত ওই গৃহবধূ। বেশ কয়েকবার স্বামীর বন্ধু বান্ধব বা শ্বশুর বাড়ির আত্মীয়দের সঙ্গে তাঁকে ফর্ম দেওয়ার আবেদন জানান তিনি। কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হবে সেই চিন্তা করে কেউই এই বিষয়ে তাঁকে সাহায্য করতে রাজি হননি।
আবার ফর্মও ফিলাপ করতে হবে। ফলে এক প্রকার চিন্তার ভাঁজ ওই গৃহবধূর কপালে। আদৌ এনুমারেশন ফর্ম ফিলাপ করে নিজের ভোটাধিকার বজায় রাখতে পারবেন কি না সেই আতঙ্কে দিন কাটছে তাঁর।
