আজকাল ওয়েবডেস্ক: সাধারণ মানুষের সমস্যা সমাধানে রাজ্যে শুরু হল 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি। মন্ত্রী থেকে মেয়র, শনিবার এই কর্মসূচির সূচনায় যোগ দিলেন সকলেই। এদিন বিধাননগরে বেগম রোকেয়া স্কুলে বিধাননগর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তিনটি বুথ এলাকার বাসিন্দারা তাঁদের সমস্যাগুলি নিয়ে হাজির হন। সরকারি আধিকারিকদের কাছে সেই বিষয়গুলি তুলে ধরেন তাঁরা। আধিকারিকরা উপস্থিত বাসিন্দাদের সমস্যার কথা নথিভুক্ত করেন। শিবিরে আসেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি নিজেও বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। মেয়রের কথায়, 'রাজ্য সরকারের সহযোগিতায় জনপ্রতিনিধিরা মানুষের কাছে পুরসভার কাজ পৌঁছে দেন।

এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনায় অভিনব এই প্রকল্পের কাজ শুরু হল। বুথ স্তরে হাজির হয়ে সরকারি আধিকারিকরা মানুষের সমস্যার কথা শুনছেন। বাসিন্দারা তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন। এতে তাঁরা খুশি।'  অন্যদিকে এদিন রাজ্যের অন্যান্য জায়গার মতো বীরভূমে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। ছিলেন বোলপুরের মহকুমা শাসক, পুরসভার চেয়ারম্যান-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। রাজ্য সরকারের এই শিবিরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের নানান অভাব-অভিযোগের কথা শোনেন চন্দ্রনাথ, অনুব্রত-সহ প্রশাসনের আধিকারিকরা। বাসিন্দাদের আশ্বস্ত করে তাঁরা বলেন, দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে‌।

আরও পড়ুন: বিহারের ভোটার তালিকায় থেকে বাদ খোদ বিরোধী দলনেতার নাম! চাঞ্চল্যকর দাবি তেজস্বী যাদবের

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এদিনের শিবিরে একদিকে যেমন ছিল নিকাশি ও রাস্তা নিয়ে অভিযোগ তেমনি ছিল কাজের জন্য আধিকারিকদের বিলম্বিত পদক্ষেপ নেওয়ার অভিযোগ।  এর আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান-এর মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। বিশেষ করে তাঁদের বসতি এলাকায় যেই যেই  সমস্যাগুলির তাঁরা মুখোমুখি হচ্ছেন সেই সমস্ত সমস্যার সমাধানে রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। শিবিরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচির রূপায়নের জন্যই শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছেন প্রশাসনিক কর্তারা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রথমদিনেই এই শিবিরে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

এই কর্মসূচি শুরু হয়েছে উত্তরবঙ্গেও। এদিন জলপাইগুড়ি পুরসভার  এক নম্বর ওয়ার্ডের রায়কত পাড়ায় শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প। এদিনের উদ্বোধনী ক্যাম্পে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা সহ অন্যান্যরা। এই ক্যাম্পে দুয়ারে সরকারের ৩৭টি প্রকল্পের পাশাপাশি এলাকাবাসী তাদের পাড়ার বিভিন্ন সমস্যার কথা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরেন। ওয়ার্ডের বাসিন্দা জয় গোপাল দাস জানান, “আমাদের এলাকায় রাস্তা, ড্রেন, পানীয় জল ও বিদ্যুৎ নিয়ে কিছু সমস্যা রয়েছে। আমি আজ সেগুলো জানিয়েছি, আশা করছি সমাধান হবে।” কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা বলেন, “মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা হয়েছে। রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, পানীয় জল, আইসিডিএস মেরামতি, বাগান তৈরি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ তৈরির মতো নানা বিষয় এই প্রকল্পের আওতায় রয়েছে।” সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী জানান, “মানুষের মধ্যে এই উদ্যোগ নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর মাধ্যমে বাসিন্দারা সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলি জানাতে পারছেন।”