আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহ শুরুর দিন কালীপুজো, আলোর উৎসব। সোমবার (২০ অক্টোবর, ২০২৫) সকল থেকে রোদ ঝলমলে আকাশ। সূর্যের হাসিতে উজ্জ্বল শহর ও গ্রাম। যদিও বেড়েছে উষ্ণতার পারদ। তবে, গত কয়েক দিন মাঝে মধ্যেই হঠাৎই রোদ উধাও হয়ে গিয়ে আকাশ মেঘলা হচ্ছে, যদিও তা খুবই অল্প সময়ের জন্য। ফলে প্রশ্ন হল, কেমন থাকবে আজকের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি কালীপুজোর আনন্দে জল ঢালার সম্ভাবনা একেবারেই নেই।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ (২০ অক্টোবর, ২০২৫) দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টির আদৌ কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর- সব জায়গাতেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। কিছু জায়গায় সামান্য মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে, তবে পুজোর আনন্দ নির্বিঘ্নেই চলবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দুর্গাপুজোর সময় টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই দুর্যোগ কাটিয়ে এখন ফের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। প্রশাসনও পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট। কালীপুজোর দিনে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে আজ বৃষ্টির আশঙ্কা খুবই কম। মনোরম আবহাওয়ায় উত্তরবঙ্গের বাসিন্দারাও উপভোগ করতে পারবেন কালীপুজোর উৎসব।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
রোদের দেখা মিললেও কালীপুজোর সকালেই শহরের আকাশ মেঘলা। যা দেখে অনেকেই বৃষ্টির আশঙ্কা করছেন। তবে আজ কলকাতায় তেমন একটা বৃষ্টির পূর্বাভাস নেই। হলেও খুবই সমান্য এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।বরং আজ রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। ফলে কালীপুজোটা আনন্দের সঙ্গেই কাটাতে পারবেন কলকাতা মহানগরবাসী। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস (+০.৩), সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস (+১.৮)। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতার পরিমাণ যতাক্রমে ৯২ শতাংশ ও ৫৮% শতাংশ থাকবে বলে পূর্বাভাস।
সপ্তাহের শেষের দিকে বৃষ্টি সম্ভাবনা
তবে সপ্তাহের শেষ দিকে আবহাওয়ায় বদল আসতে পারে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার প্রভাবে শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
