আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকালে রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। ছ'টি কেন্দ্রেই সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনেও। আহত হয়েছেন এক তৃণমূল নেতাও। যা ঘিরে চাঞ্চল্য ছড়াল পাঁচটি রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে। 

 

নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচন ঘিরে আজ সকাল ন'টা পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ৪১টি। ছ'টি কেন্দ্রে প্রথম দু'ঘণ্টায় মোট ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ। ছয় আসনের জন্য মোট কিউআরটি রয়েছে ৪৩৪টি। ভোটদানের নিরিখে এগিয়ে রয়েছে তালডাংড়া। সকাল ন'টা পর্যন্ত সিতাইয়ে ভোটদানের হার ১২ শতাংশ, মাদারিহাটে ১৫ শতাংশ, নৈহাটিতে ১৪.৫১ শতাংশ, হাড়োয়ায় ১৪.৮০ শতাংশ, মেদিনীপুর ১৪.৩৬ শতাংশ, তালডাংড়ায় ১৮ শতাংশ। 

 

এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করেও সকাল থেকে উত্তপ্ত ভাটপাড়া। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত হয়েছন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে চায়ের দোকানে বসেছিলেন তিনি। আচমকা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এমনকী চায়ের দোকান লক্ষ্য করে বোমাও ছোড়া হয়। চারটি গুলি লেগেছে অশোকের গায়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। শুটআউটের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।