আজকাল ওয়েবডেস্ক: এসআইআর সংক্রান্ত ফর্ম ৭-কে কেন্দ্র করে আসানসোল দক্ষিণের এসডিও অফিসে প্রবল উত্তেজনা ছড়াল। হাতাহাতিতে জড়াল তৃণমূল-বিজেপি।
পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মহকুমা শাসকের দপ্তরের বাইরে। তৃণমূলের অভিযোগ, একটি কালো গাড়ি বোঝাই করে এসডিও অফিসে কয়েক হাজার ফর্ম-৭ জমা দিতে এসেছিল বিজেপি।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে, যাঁরা মৃত নন তাঁদের নামের পাশেও মৃত লিখে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চালানো হচ্ছে। অভিযোগ, ওই গাড়িকে আটকায় তৃণণূল।
দাবি করা হয়, ওই গাড়ির ভিতরেই ফর্ম রয়েছে। গাড়ি আটকাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে। বচসা থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়।
অভিযোগ, গাড়ির ভিতরে থাকা ওই ফর্ম ৭ ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে, বেশ কয়েকজন বিজেপি কর্মী এলাকা ছেড়ে পালান। এসডিও দপ্তরের বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে।
উত্তেজনা ছড়িয়েছে মহকুমা শাসক দপ্তরেও। অভিযোগ, এসডিও অফিসে ফর্ম ৭ জমা দিতে এসেছিলেন বিজেপি কর্মীরা। তখনই তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দেয়। শুরু হয় বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি।
অভিযোগ, বিজেপি কর্মীদের লাঠি নিয়ে তাড়া করে পরে তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন,'আমাদের কর্মীরা ফর্ম ৭ জমা দিতে এসেছিলন। তখনই আমাদের ওপর হামলা চালানো হয়েছে।'
পাল্টা তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের অভিযোগ, 'বৈধ ভোটারদের নাম নিয়ে বিজেপির কর্মীরা এসেছিল। সেই জন্যই আমরা দেখতে চেয়েছিলাম। আমরা কাউকে মারিনি।'
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
