আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প বাংলার সামাজিক উন্নতির মূল চালিকাশক্তি বলে স্বীকৃতি দিল ইউনিসেফ। শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতিকে অভিনন্দন জানানো হয়। 

 

এক্স হ্যান্ডেলে তৃণমূল পোস্ট করে, 'আবার শীর্ষে উঠল বাংলা। কন্যাশ্রী পেল ইউএন পাবলিক সার্ভিস পুরষ্কার। এরই পাশাপাশি রাজ্যের আরেকটি সামাজিক উন্নয়ন প্রকল্পও পেল আন্তর্জাতিক খ্যাতি। যে প্রকল্পের উদ্ভাবক মমতা ব্যানার্জি নিজে।' 

 

এবিষয়ে শুক্রবার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ বা সিআইআই-এর একটি কনক্লেভে ইউনিসেফের ফিল্ড অফিসের প্রধান মনজুর হোসেন বলেন, এই জনহিতকর কর্মসূচিগুলি রাজ্যের সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রসঙ্গত কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প দুটিই রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত। 

 

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভাপতি এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পগুলি এখন ইউনিসেফের মঞ্চে প্রশংসিত হচ্ছে। এর চেয়ে বড় আর কী হতে পারে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা বিশ্বকে পথ দেখাচ্ছেন। তিনি দেখিয়েছেন, কীভাবে সর্বত্র মহিলাদের সাফল্যের মঞ্চ দেওয়া যায়।'