আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহে পরপর দুর্ঘটনা। স্বাধীনতা দিবসে উদযাপনে মাততে গিয়ে জোরে বাইক চালিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু হল দু'জনের। শুক্রবার পোলবার রাজহাটের ঝাপায় দিল্লি রোডে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম চিন্ময় অধিকারী(১৮) ও মহম্মদ সাহিদ(৪৫)। চিন্ময়ের বাড়ি পোলবার মহেশ্বরপুরে। চাঁপদানির বাসিন্দা সাহিদদের জামা কাপড়ের ব্যবসা ছিল বলে জানা গেছে। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, মগড়ার দিক থেকে পোলবার সুগন্ধার দিকে যাচ্ছিলেন দুই বাইকে করে মোট চার জন।একটি বাইকের পিছনে ধাক্কা মারে অন্য বাইকটি। দু'টি বাইকই ছিটকে পড়ে রাস্তার ধারে। চারজনকেই উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দু'জনের মৃত্যু হয়। বাকি দু'জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। 

 

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে দুই পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। স্থানীয় এক বাসিন্দা রাজবালা বাউল দাস বলেন, দুটো বাইক একসঙ্গে আসছিল। এর পরই সজোরে সংঘর্ষ হয়। পোলবা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

 

হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, পোলবার দিল্লি রোডে একটি বাইক অন্য বাইটকে পিছন থেকে ধাক্কা মারে। সেই দুটি বাইকে মোট চারজন ছিলেন। পুলিশ উদ্ধার করে চারজনকে হাসপাতালে পাঠায়। সেখানে দু'জনের মৃত্যু হয়েছে। দু'জন আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। দ্রুত গতির জেরেই এই দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। 

 

আরও পড়ুন: চলন্ত বাসেই 'ওটা' মুখে ঢুকিয়ে দিলেন যাত্রী, কিছুক্ষণ পরেই ঘটল বিপত্তি, নিয়ে যেতে হল হাসপাতালে

 

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই হুগলিতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পোলবার সুগন্ধা পঞ্চায়েতের কামদেবপুরে। ঘটনাটি ঘটেছে আবারও কামদেবপুরের দিল্লি রোডের ওপর। জানা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ওপর শ্রীরামপুরের দিক থেকে মগড়ার দিকে যাওয়ার রাস্তায় একটি চার চাকা গাড়ি প্রচন্ড গতিতে আসছিল। অতিরিক্ত গতির ফলে গাড়িটি একটি স্কুটার ও একটি বাইককে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়িটিও কলকাতামুখী রাস্তা টপকে নয়ানজুলিতে গিয়ে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত স্কুটি চালকের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বাইক আরোহীও গাড়ির ধাক্কায় দূরে ছিটকে পড়েন। তিনিও গুরুতর আহত হয়েছেন।

 

আহত দুজনকেই উদ্ধার করে চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে পাঠায় পোলবা থানার পুলিশ। জানা গিয়েছে, চারচাকা গাড়িটির চালক বর্তমানে পলাতক, তাকে খুঁজছে পুলিশ। অন্য দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হুগলির শ্রীরামপুরের মানিকতলা জিটি রোডের ওপর। জানা গিয়েছে, জিটি রোডের ওপর স্কুল বাসের ধাক্কায় আহত হয়েছেন এক সাইকেল আরোহী। আহত সাইকেল আরোহীর নাম পান্না সেনগুপ্ত। অভিযোগ উঠেছে, মাহেশের লক্ষ্মীঘাট এলাকার বাসিন্দা পান্না সেনগুপ্ত প্রতিদিনের মতোই কাজে আসার সময় দ্রুত গতিতে আসা স্কুল বাসটি তাকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এবং স্থানীয় মানুষের চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই স্কুল বাসগুলি অত্যন্ত দ্রুতগতিতে যায়।