আজকাল ওয়েবডেস্ক:‌ বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কের ধারে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দু’‌জন শ্রমিক গুরুতরভাবে জখম হলেন। হাত–পা উড়ে যাওয়ার মতো ভয়াবহ এই দুর্ঘটনায় রীতিমতো শিউরে উঠেছে স্থানীয় এলাকার মানুষজন। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের লোটাস প্রেস মোড়ে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানোর কাজ চলছিল। লরি থেকে একটি সিলিন্ডার নামানোর সময় সেটি হঠাৎ মাটিতে পড়ে বিকট শব্দে ফেটে যায়। মুহূর্তের মধ্যে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ফলে দু’‌জন শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের নাম আবু তালেব ও উজির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আহতদের শরীরের অঙ্গ ছিটকে গিয়ে প্রায় ৫০ থেকে ১০০ মিটার দূরে গিয়ে পড়ে।

ঘটনার পর মুহূর্তে ছুটে আসেন স্থানীয়রা। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, লরির চালক সহ বেশ কয়েকজন শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন। সিলিন্ডার ফেটে যাওয়ার অভিঘাতে এক শ্রমিকের পা এবং অন্যজনের হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। যন্ত্রণায় তাঁরা আর্তনাদ করতে থাকেন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। চিকিৎসা চলছে, তবে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের মতে বিপদ এখনও কাটেনি। 

 
এদিকে, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। দূর থেকে ছুটে আসে বাজারে থাকা লোকজন। স্থানীয়দের বক্তব্য, এই বিস্ফোরণ ছিল এতটাই জোরালো যে প্রথমে কেউ বুঝতেই পারেনি কী ঘটেছে। পরে দেখা যায় চারদিকে ছড়িয়ে রয়েছে সিলিন্ডারের ভাঙা লোহার টুকরো, রক্তের দাগ এবং বিচ্ছিন্ন অঙ্গ। ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক অনুমান অসাবধানতাবশত সিলিন্ডার মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে সিলিন্ডারের ভেতরে ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওই এলাকায় একজন অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীর বাড়ি রয়েছে বলেই স্থানীয় সূত্রে জানা গেছে। সেখানেই অক্সিজেন ভর্তি ও নামানোর কাজ চলছিল। ঠিক কি কারণে এমন বিস্ফোরণ হল তা জানতে সিলিন্ডারের উৎস, সংরক্ষণ ও পরিবহন প্রক্রিয়া সম্পর্কেও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক মহল জানিয়েছে। 

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলছে অক্সিজেন সিলিন্ডার পরিবহন ও সংরক্ষণে কতটা সতর্কতা নেওয়া হচ্ছে তা নিয়ে। প্রাণঘাতী বিস্ফোরণ রোধে নিরাপত্তা বিধি কতটা মানা হয়, তার উপরও উঠছে আঙুল। সাধারণ মানুষের জীবন যেখানে প্রতিদিনের ঝুঁকির মুখে দাঁড়িয়ে, সেখানে এমন অসতর্কতা বা প্রযুক্তিগত ত্রুটি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে রামপুরহাটের ঘটনা যেন তার নির্মম উদাহরণ।