মিল্টন সেন, হুগলি: ভরা রাস্তায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত প্রায় ৩০ জন যাত্রী। গুরুতর আহত হয়েছেন দুই বাসের চালক। আহতরা বর্তমানে কামারপুকুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বাঁকুড়ার খাতড়া থেকে আরামবাগ-গামী যাত্রীবাহী বাসের সঙ্গে আরামবাগ থেকে বৈতল-গামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।.দুর্ঘটনাটি ঘটে জয়রামবাটি ও কামারপুকুরের মধ্যবর্তী গোঘাটের পশ্চিম অমরপুরে। দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। পরে আরামবাগ থেকে দমকল বাহিনী ও গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় আশঙ্কাজনক দুই যাত্রী। দুই বাসের দুই চালকই গুরুতর আহত হয়েছেন। পুলিশের অনুমান, কোনও একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতেই ঘটে দুর্ঘটনাটি। বাস দুর্ঘটনার জেরে রাস্তায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
