আজকাল ওয়েবডেস্ক: ভারতের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম হল শিয়ালদহ। পরিসংখ্যান বলছে, প্রতিদিন এই স্টেশন থেকে প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। কলকাতা ও শহরতলির জন্য এই স্টেশন কার্যত পরিবহণের লাইফলাইন হিসেবে কাজ করে এই স্টেশন। প্রতিদিন গড়ে প্রায় ৯১৫টি লোকাল ট্রেন চলাচল করে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখা মিলিয়ে। তবে ভোর ও সন্ধ্যার ব্যস্ত সময়ে স্টেশনের ভিতরে এবং কনকোর্স এলাকায় অতিরিক্ত ভিড়ের কারণে অনেক সময় যাত্রীদের চলাচলে সমস্যা হয়। ভিড়ের কারণে অনেক সময়ই স্টেশনের ভিতরে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়, বিশেষ করে অফিস টাইমে।

সেই সমস্যার সমাধানে এবং ট্রেন চলাচলে শৃঙ্খলা আনার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশন একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। এবার থেকে বিভিন্ন শাখার ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্ধারণ করে দিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রেল সূত্রে জানানো হয়েছে, এই নতুন পদক্ষেপের ফলে যাত্রীদের চলাচল হবে আরও সহজ ও নিরাপদ। পাশাপাশি রেল কর্তৃপক্ষের পক্ষেও ট্রেন পরিচালনা আরও সুষ্ঠুভাবে পরিচালিত করা সম্ভব হবে। বিভিন্ন শাখার যাত্রীদের চলাচল আলাদা করে দেওয়ায় ক্রস মুভমেন্ট কমবে, ফলে জনসাধারণের সুবিধা হবে। শিয়ালদহ স্টেশনে কোন প্ল্যাটফর্ম থেকে কোন শাখার ট্রেন ছাড়বে তার একটা তালিকা দেওয়া হয়েছে। দেখে নিন সেই তালিকা: 

১. প্ল্যাটফর্ম নং ১ থেকে ৫ – মেইন লাইন যেমন কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুর, নৈহাটি যাওয়ার ট্রেন চলবে এই প্ল্যাটফর্মগুলি থেকে

২. প্ল্যাটফর্ম নং ৫ থেকে ৮ – ডানকুনি, বারুইপাড়া যাওয়ার ট্রেন চলবে এই প্ল্যাটফর্মগুলি থেকে

৩. প্ল্যাটফর্ম নং ৬ থেকে ১০ – বনগাঁ, বারাসত, হাবরা, দত্তপুকুর, ঠাকুরনগর, হাসনাবাদ, মধ্যমগ্রাম লোকাল চলবে এখান থেকে

৪. প্ল্যাটফর্ম নং ৯ এবং ১১ থেকে ১৪ – শুধুমাত্র মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য বরাদ্দ

৫. প্ল্যাটফর্ম নং ১৫ থেকে ২১ – শুধুমাত্র শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেনগুলির জন্য নির্ধারিত

পূর্ব রেলের এই পদক্ষেপের মূল লক্ষ্য ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা বৃদ্ধি, ট্রেন চলাচলে শৃঙ্খলা আনা এবং যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করা। রেল সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট প্ল্যাটফর্মে নির্দিষ্ট শাখার ট্রেন চলাচলের ফলে স্টেশনে অযথা ভিড় অনেকটাই কমবে। এতদিন নির্দিষ্ট কোনও প্ল্যাটফর্ম না থাকায় যাত্রীদের স্টেশনের যে কোনও প্রান্তে অপেক্ষা করতে হত। অপেক্ষা করার জায়গা থেকে দূরের প্ল্যাটফর্মে ট্রেন দিলে ছুটতে হত যাত্রীদের। ফলে, ভিড় বাড়ত স্টেশন চত্বরে। শিয়ালদহ ডিভিশন নিত্যযাত্রীদের সহযোগিতা কামনা করে স্টেশনের ঘোষণা ও নির্দেশ মেনে চলার অনুরোধ জানিয়েছে। এই প্ল্যাটফর্ম পুনর্বিন্যাস আগামী দিনে শিয়ালদহ স্টেশনের পরিষেবাকে আরও সুশৃঙ্খল ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নতুন মাসেও শান্তি নেই, বৃষ্টিতে জেরবার হবে বাংলা, জীবন হবে কাবু, কী জানাচ্ছে আবহাওয়া অফিস