আজকাল ওয়েবডেস্ক: নতুন মাস পড়লেও এখনই বাংলা থেকে সরছে না বৃষ্টি। এমনটাই জানা যাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে। শুক্রবার দুপুরের বুলেটিনে আলিপুরের তরফে জানানো হয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের ওপর অবস্থানরত উচ্চ বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত বর্তমানে সরে এসেছে উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায়। জানা গিয়েছে, এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে ঘূর্ণাবর্তটি। অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, গোরখপুর, দরভাঙ্গা, শান্তিনিকেতন, ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখে প্রসারিত রয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতির কারণে এবং প্রবল জলীয় বাষ্পের অনুপ্রবেশ করায়, আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং এক থেকে দু’টি স্থানে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, শুক্রবার দুপুরে আলিপুরের তরফে জানানো হয়, আগামী দুই থেকে তিন ঘণ্টায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন: PoK-তে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের তাড়া গ্রামবাসীদের! ভয়কে জয় করে মুখ খুলছে গ্রামবাসীরা
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস কিম্বা তার আশেপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশ মেঘলা থাকলেও, শুক্রবার সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে শুক্রবার হলুদ সতর্কতা জারি। শনি ও রবিবার এবং সোমবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উত্তরের জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ২ আগস্ট থেকে ৫ আগস্ট, উত্তরের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
ওই তিনদিন দুর্যোগের পূর্বাভাস দিয়ে উত্তরের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৫ থেকে ৮ আগস্ট, উত্তরের জেলায় জেলায় ফের হলুস সতর্কতা জারি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরমুখী শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে চলতি সপ্তাহের শনিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাতা জুড়ে একাধিক জায়গায় জল জমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃষ্টিতে জেরবার শহরবাসী। এর মধ্যেই আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন।
আরও পড়ুন: ধনখড়ের পরে কে বসবেন উপরাষ্ট্রপতির পদে? ৯ সেপ্টেম্বর নির্বাচনের পরেই স্পষ্ট হবে সব, জানাল কমিশন
