আজকাল ওয়েবডেস্ক:‌ ডানার ল্যান্ডফল প্রক্রিয়া যত এগিয়েছে, ততই ফাঁকা হয়েছে শিয়ালদহ, হাওড়া স্টেশন। শহরের রাস্তাঘাট। বৃহস্পতিবার সন্ধের পর এটাই ছিল ছবি। কিন্তু ডানার প্রভাব বঙ্গে অতটা না পড়ায় বৃহস্পতিবার রাত আটটার পরেও শিয়ালদহ–বনগাঁ লাইনে স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। তবে হাসনাবাদ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় শুক্রবার সকাল দশটা অবধি ট্রেন চলাচল বন্ধ থাকবে। যদিও পূর্ব রেল আগেই জানিয়েছিল যে বনগাঁ শাখাতেও বন্ধ থাকবে ট্রেন চলাচল। কিন্তু তা হয়নি।


শুক্রবার সকালেও স্বাভাবিক রয়েছে বনগাঁ শাখায় ট্রেন চলাচল। এদিকে, বৃহস্পতিবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার সুবিধার্থে রাজ্য পরিবহন দপ্তর বিশেষ বাস সার্ভিস চালু করেছিল শিয়ালদহ স্টেশন থেকে। যে সব রুটে ট্রেন বন্ধ থাকবে, সেই সব রুটে রাত ৮টার পর বিশেষ বাস পরিষেবা চালু করা হয়। মোট ২০টি বাস এর জন্য প্রস্তুত রাখা হয়েছিল শিয়ালদহ স্টেশনের বাইরে। হাওড়া স্টেশন থেকেও এই বাস পরিষেবার ব্যবস্থা করা হয়।