আজকাল ওয়েবডেস্ক: রেললাইনে বসে খেলা ও গল্প করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন নাবালকের। রবিবার দুপুরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা নতুন শিবনগর এলাকায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে আরও এক শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় সুতি থানার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন শিশুর নাম— জিসান শেখ, রিয়াত শেখ এবং আরিয়ান শেখ। এদের মধ্যে জিসান ও রিয়াতের বাড়ি সুতি থানার মেদিপুর গ্রামে, আর আরিয়ানের বাড়ি সামশেরগঞ্জের নতুন শিবনগর এলাকায়। আহত মুবারক শেখের বয়স প্রায় আট বছর, বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের নিচে একটি রেল আন্ডারপাস রয়েছে, যেখানে প্রতিদিনই এলাকার শিশুরা খেলাধুলা করে। কিন্তু গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে আন্ডারপাসটি পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। জল জমে থাকায় শিশুরা ওইদিন রেললাইনের উপরেই খেলতে শুরু করে, যা শেষ পর্যন্ত ঘটায় ভয়াবহ দুর্ঘটনা।


নিমতিতা পঞ্চায়েতের সদস্য মহিবুর ইসলাম জানান, “রবিবার দুপুর পৌনে একটা নাগাদ কয়েকজন শিশু রেললাইনের ওপর খেলা করছিল। ঠিক তখনই একটি মালগাড়ি আসতে দেখে তারা পাশের লাইনে চলে যায়। কিন্তু সেই লাইনে তখন দ্রুত গতিতে কামাখ্যা এক্সপ্রেস ট্রেন মালদার দিকে ছুটে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই ট্রেনটি শিশুদের ধাক্কা মারে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”


গ্রামবাসীদের অভিযোগ, আন্ডারপাসে বর্তমানে প্রায় সাত-আট ফুট জল জমে রয়েছে। ফলে তা দিয়ে কারও পক্ষে যাতায়াত সম্ভব নয়। বাধ্য হয়ে গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়েই রেললাইন পারাপার করছেন। তারা বলেন, “রেল প্রশাসন যদি দ্রুত আন্ডারপাসের জল নিষ্কাশনের ব্যবস্থা করত, তাহলে হয়তো আজ এই প্রাণহানির ঘটনা ঘটত না।”


তৃণমূল কংগ্রেসের নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হকও একই দাবি করেছেন। তিনি বলেন, “রেলের আন্ডারপাসে জল জমে থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে রেললাইন দিয়ে যাতায়াত করছেন। দুপুরে কয়েকজন শিশু রেললাইন পার হওয়ার সময় একসঙ্গে দুই দিক থেকে ট্রেন চলে আসে। তারা কিছু বুঝে ওঠার আগেই কামাখ্যা এক্সপ্রেসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।”


ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সামশেরগঞ্জ থানার পুলিশ ও জিআরপি কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। তিনটি অকাল প্রাণহানিতে গোটা গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।


অন্যদিকে, শনিবার রাতে মুর্শিদাবাদের সুতির আহিরণ ব্রিজের উপর রিল ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাচ্চু ভৌমিক, তিনি পারুলিয়া গ্রামের বাসিন্দা। সমাজমাধ্যমে পোস্ট করার জন্য তিনি ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও করছিলেন। সেই সময় একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।


একদিনের ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনা— একটি শিশুর খেলা, অন্যটি সমাজমাধ্যমে রিল তৈরির আকর্ষণ— আবারও মনে করিয়ে দিল, রেললাইন কোনো খেলার জায়গা নয়। এক মুহূর্তের অসাবধানতা জীবন কেড়ে নিতে পারে।