আজকাল ওয়েবডেস্ক: কাজ করতে গিয়ে বিপত্তি! মর্মান্তিকভাবে মৃত্যু হল কৃষকের। অথৈ জলে পরিবার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার অন্তর্গত খেজুরহাটি গ্রামের মেটেপাড়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গিয়েছে, সোমবার সকাল আনুমানিক ছ’টা নাগাদ স্থানীয় এক বাসিন্দা রবি ধারা বিদ্যুৎচালিত মেশিন দিয়ে ধান ঝাড়াইয়ের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল।
হঠাৎই ধান ঝাড়ার মেশিনটি শর্ট সার্কিট হয়ে গিয়ে শক খেয়ে গুরুতর আক্রান্ত হয় রবি। এই ঘটনায় বাবাকে বাঁচাতে এলে অল্পবিস্তর তড়িদাহত হতে হয় তাকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খন্ডঘোষ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারে মা,বাবা থাকলেও, নাবালক সন্তান নিয়ে বর্তমানে অথৈ জলে মৃত রবি ধারার স্ত্রী। মৃতের বাবা সুকুমার ধারা জানান, তিনি কাজে গিয়েছিলেন। বাড়ি এসে জানতে পারেন ছেলের সঙ্গে তিনি এই ঘটনা ঘটেছে। ঘটনায় কার্যত শোকস্তব্ধ পরিবার।
