আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় 'ডানা' দেখতে গিয়ে পুলিশের তাড়া খেলেন পর্যটকরা। বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে গাড়ি নিয়ে দলে দলে পর্যটক চলে আসেন দিঘা, তাজপুর ও মন্দারমণিতে। আচমকা একসঙ্গে এত পর্যটক দেখে প্রথমে পুলিশও কিছুটা অবাক হয়ে যায়। পুলিশের হিসেবে কম করে তিন থেকে চারশো পর্যটক এদিন সকালে সৈকত নগরীর নানা জায়গায় চলে এসেছিলেন। বিচের ধারে রাস্তার উপর এই পর্যটকদের মধ্যে কেউ ব্যস্ত সেলফি তুলতে, কেউ বা আবার ফোনে কাউকে জানাচ্ছেন সমুদ্রের ঢেউ কত উঁচু হয়ে ছুটে আসছে। টহলদারি পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে চলে আসে ঘটনাস্থলে। পুলিশকর্মীরা পর্যটকদের কাছে জানতে চান, এখানে আসার কারণ।
এর পরে যে উত্তর পুলিশ কর্মীরা পেলেন, তার জন্য অবশ্যই তাঁরা প্রস্তুত ছিলেন না। হাসি হাসি মুখে পর্যটকরা জানান, 'স্যার ঝড়টা দেখতে এসেছি।' মানে? পাল্টা প্রশ্ন পুলিশের। এর পরেই এক পর্যটকের উত্তর, 'স্যার সমুদ্রের পাড়ে ঝড়টা ভাল বোঝা যায়। ঝড় দেখে ফিরে যাব।' আর কথা বাড়ায়নি পুলিশ। লাঠি উঁচিয়ে সোজা জানিয়ে দেয়, হয় এখুনি ফিরে যেতে হবে। নয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এরইমধ্যে উৎসাহী কিছু পর্যটক সমুদ্রের ধারে গার্ড ওয়ালের কাছে ভিড় করেছিলেন। বাঁশি মারতে মারতে সোজা এগিয়ে যান এক পুলিশকর্মী। পুলিশ দেখে তখন তাঁরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছিটকে যান। কেউ কেউ চেষ্টা করেন হোটেলে ঢুকতে। কিন্তু হোটেল কর্তৃপক্ষ পরিস্কার জানিয়ে দেন ঘূর্ণিঝড় ডানা'র (cyclone Dana) জন্য প্রশাসনের নিষেধ আছে। কোনও বুকিং নেওয়া হবে না। শেষপর্যন্ত দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্ত পর্যটকদের সৈকত নগরী থেকে বের করে দেয় পুলিশ।
