মিল্টন সেন, হুগলি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে শৌচালয় পরিষ্কার করার গাড়ি। ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার বেলায় সিঙ্গুরের নসিবপুরে। প্রতিবাদে আগুন জ্বালিয়ে প্রায় দেড় ঘন্টা বৈদ্যবাটি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্ৰামবাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মৃত যুবকের নাম জয়ন্ত মান্না (৩০), বাড়ি ওই এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গুরের নসিবপুর এলাকায় বৈদ্যবাটি তারকেশ্বর রোডের ধারে থাকা চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পরে শৌচালয় পরিষ্কার করার একটি গাড়ি। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি টোটোকে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় এক যুবককে চাপা দেয় গাড়িটি। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়।
আহত যুবককে উদ্ধার করে সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বৈদ্যবাটি তারকেশ্বর রোড। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অবিলম্বে অভিযুক্তের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয় এলাকাবাসী।
প্রায় দেড় ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। মৃতের দাদা দেবজিৎ মান্না জানিয়েছেন, তার ভাই রাস্তার ধারে গ্যাস নামাচ্ছিল। তখন একটি শৌচালয় পরিষ্কার করার গাড়ি ভাইকে চাপা দেয়। তারপরই মৃত্যু হয় তার ভাইয়ের। যারা গাড়ি চালাচ্ছিল তারা সবাই মদ্যপ অবস্থায় ছিল। অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন দেবজিৎ বাবু। এই প্রসঙ্গে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন,এই ঘটনার পর ঘাতক গাড়ি সহ গাড়ির চালককেও আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
