আজকাল ওয়েবডেস্ক: রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মঙ্গলবার সমস্ত বিতর্ক সরিয়ে প্রয়াত হাওড়ার সিপিএম সাংসদকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। হাওড়া জেলার প্রাক্তন সাংসদ স্বদেশ চক্রবর্তীর সোমবার রাতে মৃত্যু হয়। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৩ বছর। রাত থেকে তাঁর দেহ শায়িত ছিল বাড়িতে। মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী।

 

 

প্রাক্তন সাংসদকে শ্রদ্ধা জানাতে এদিন সকাল থেকে এসেছিলেন বহু সিপিএম নেতাকর্মীরা। কিন্তু রাজনৈতিক বিতর্ক সরিয়ে প্রাক্তন সিপিএম সাংসসের প্রয়াণে তাঁর বাসভবনে যান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। শেষ শ্রদ্ধা জানান। তিনি বলেন,  রাজনৈতিক ভাবে ভিন্ন দলের হলেও উনি বর্ষীয়ান রাজনীতিবিদ। বড়ো মাপের মানুষ ছিলেন। দক্ষ সংগঠক এবং পাহাড় প্রমাণ ব্যক্তিত্ব ছিলেন। হাওড়ার উন্নয়নে বড় ভূমিকা নিয়েছিলেন। আমরা ওঁর প্রয়াণে শোকাহত।  বালির বাসভবন থেকে মঙ্গলবার সকাল ১০টার সময় তাঁর দেহ নিয়ে আসা হয় জেলা পার্টি অফিসে। সেখানে শায়িত রয়েছে দেহ। শ্রদ্ধা জানাতে আসেন 
হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র বিশিষ্ট হোমিয়োপ্যাথি চিকিৎসক তথা বিজেপি নেতা রথীন চক্রবর্তী।

 

 

তিনি বলেন, হাওড়ার অত্যন্ত শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব স্বদেশ চক্রবর্তী। তাঁর চলে যাওয়ায় অপূরনীয় ক্ষতি হল। মেয়র হিসাবে উনি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ওঁর কিছু সিদ্ধান্ত দলের উপর গিয়ে গিয়েছে। ওঁর চলে যাওয়া এক অসীম শূন্যতা হাওড়ার রাজনৈতিক জগতে তৈরি করল। উল্লেখ্য ১৯৯৯ সালে থেকে ২০০৯ সাল পর্যন্ত হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন স্বদেশ চক্রবর্তী। এছাড়াও হাওড়া জেলা কমিটি ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। দু’বার হাওড়া পুরসভার মেয়রও হয়েছিলেন। সোমবার রাতে বার্ধক্যজনিত সমস্যায় মৃত্যু হয় জেলার প্রবীণ রাজনীতিবিদের।