মিল্টন সেন, হুগলি: প্রয়াত হলেন শ্রীমতি পারুল রায়চৌধুরী। রেখে গেলেন তাঁর তিন পুত্র, পুত্রবধূ, দুই কন্যা, দুই জামাতা, নাতি নাতনিদের। দীর্ঘ সময় বার্ধক্যজনিত নানান অসুস্থতার কারণে তাঁর চিকিৎসা চলছিল। গত ৯ জানুয়ারি তাঁকে ভর্তি করা হয়েছিল ব্যারাকপুর টেকনো গ্লোবাল হাসপাতালে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়ানকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মাতৃহারা হলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর তথা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং আজকাল পত্রিকার চেয়ারম্যান সত্যম রায়চৌধুরী। এদিন খবর পাওয়া মাত্রই তিনি হাসপাতালে পৌঁছন। হাসপাতালে পৌঁছান আত্মীয় স্বজন এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের একাধিক আধিকারিক ও কর্মীরা। এদিকে মৃত্যু সংবাদ চুঁচুড়া কাপাসডাঙ্গার বাড়িতে পৌঁছনোর মাত্রই সেখানে ভিড় জমে যায়। আসেন রায়চৌধুরী পরিবারের সদস্য টেকনো পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সহ সকলেই। রাতে মরদেহ চুঁচুড়ার বাড়িতে পৌঁছয়। আসেন স্থানীয় বিধায়ক পুরসভার চেয়ারম্যান সহ স্থানীয় বাসিন্দারা। শ্রদ্ধা জ্ঞাপন করেন সকলেই। রাতেই চুঁচুড়া শ্যামবাবুর ঘাটে মরদেহ সৎকার করা হয়।
মাতৃহারা হলেন আজকাল পত্রিকার চেয়ারম্যান সত্যম রায়চৌধুরী
